টিক মার্কঃ- খেলার খবর, লিড পোস্ট, সর্বশেষ সংবাদ।
কাতার বিশ্বকাপ: অনলাইনে ঘৃণা মোকাবেলায় ফিফার নতুন সিদ্ধান্ত। || দৈনিক সপ্তস্বরা
আর একদিন পরেই পর্দা উঠছে কাতার বিশ্বকাপের। এতে অংশগ্রহণ করছে ৩২ দেশের খেলোয়াড়রা। এদের বাইরেও থাকছে শত শত জাতিসত্তার পর্যটক। এতে বর্ণবাদ এবং ঘৃণা ছড়ানোর বড় ঝুঁকি রয়েছে। শত্রুতার বশেও প্রকাশে ও অনলাইনে কোনো দল বা খেলোয়াড়ের প্রতি ঘৃণ্যমূলক বক্তব্য প্রকাশ করেন। আবার অনেক সময় এক খেলোয়াড় অন্য খেলোয়াড়ের প্রতিও ঘৃণামূলক বক্তব্য ছুঁড়ে দেন অনলাইনে।
এতে প্রায়ই খেলোয়াড়েরা বিব্রত অবস্থার মধ্যে পড়ে যান। খেলোয়াড় কিংবা দল যেন অনলাইনে এমন ঘৃণ্যমূলক বক্তব্যের শিকার না হন সেজন্য বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা এবছর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। কিক-অফের মাত্র একদিন আগে, পেশাদার ফুটবলারদের জন্য বিশ্বব্যাপী প্রতিনিধি সংস্থা ফিফা ও ফিফপ্রো যৌথভাবে এমন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে এবং খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা রক্ষা করার জন্য একটি সামাজিক মিডিয়া সুরক্ষা পরিষেবা (SMPS) চালু করেছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি সদস্য অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা SMPS-এর মাধ্যমে একটি বিশেষ পর্যবেক্ষণ, রিপোর্টিং এবং মডারেশন পরিষেবার অ্যাক্সেস পাবে। পরিষেবাটির লক্ষ্য সামাজিক মাধ্যমে তাদের প্রতি নির্দেশিত ঘৃণাত্মক বক্তব্যের দৃশ্যমানতা হ্রাস করা। এর ফলে পুরো বিশ্বকাপজুড়ে খেলোয়াড় ও তাদের সমর্থকদের অনলাইন অপব্যবহার থেকে রক্ষা পাওয়া যাবে।