1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
কোপা আমেরিকাঃনেইমার তো জিনিয়াস, তবে মেসির তুলনা শুধুই মেসিই’ - দৈনিক সপ্তস্বরা
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন

কোপা আমেরিকাঃনেইমার তো জিনিয়াস, তবে মেসির তুলনা শুধুই মেসিই’

Jannatul Abodhi
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

কাব্য কথা ডেস্ক কোরেসপন্ডেন্টঃ জান্নাতুল ফেরদৌস ফেন্সী। 

দেশের মাটিতে কোপা আমেরিকায় রেকর্ড আর নেইমারদের সাম্প্রতিক ফর্মের জন্য অনেকের চোখে এখন ব্রাজিলই সেরা পছন্দের তালিকায়। তবে তাদের সঙ্গে দ্বিমত আছে হুয়ান রোমান রিকেলমের। আর্জেন্টিনার সাবেক এই প্লেমেকার এগিয়ে রাখছেন নিজের দেশকেই। তার মতে, লিওনেল মেসির উপস্থিতিই শিরোপা জয়ের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে।

কাছ থেকে মেসির আন্তর্জাতিক ফুটবলে পথচলার শুরুটা দেখেছেন রিকেলমে। ভালো করেই জানেন আর্জেন্টিনা অধিনায়কের সামর্থ্য। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের ভাইস প্রেসিডেন্ট রিকেলমে জানান, নেইমার ছন্দে থাকলেও তার ফেভারিট লিওনেল স্কালোনির দল।
“মেসি যতক্ষণ মাঠে আছে, কোপা আমেরিকা শিরোপা জয়ে আর্জেন্টিনাই ফেভারিট। নেইমার তো জিনিয়াস, তবে মেসির তুলনা শুধুই মেসিই। তাদের উপর আস্থাও রয়েছে বেশ।

আর্জেন্টিনার হয়ে ৫০ ম্যাচ খেলা রিকেলমে স্পেনে খেলেছেন বার্সেলোনা, ভিয়ারিয়ালে। দেশে আলো ছড়িয়েছেন বোকা জুনিয়র্সের হয়ে। নিজের সময়ে তিনি ছিলেন সেরা মিডফিল্ডারদের একজন। মাঠে থেকে খেলাটা পড়তে পারতেন খুব ভালো। বাইরে থেকে আর্জেন্টানদের উন্নতিটা ভালোভাবেই চোখে পড়েছে তার।
“আমাদের আছে বিশ্বসেরা খেলোয়াড়। মেসি যখন দলে আছে, আমি দেখছি ওরা ভালো করছে। আশা করি, এবার সাফল্য ধরা দেবে এবং তারা শিরোপা জিতবে।”
৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ‘এ’ গ্রুপ সেরা আর্জেন্টিনা কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ সময়ে ৪ জুলাই মুখোমুখি হবে একুয়েডরের।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

2 thoughts on "কোপা আমেরিকাঃনেইমার তো জিনিয়াস, তবে মেসির তুলনা শুধুই মেসিই’"

  1. Subarno Kumar Majumdar says:

    চমৎকার উপস্থাপন।

  2. Subarno Kumar Majumdar says:

    চমৎকার রিপোটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি