চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম থেকে লাইটার জাহাজে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এর ফলে সারাদেশে নৌ পথে লাইটার জাহাজে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
“চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কারো সঙ্গে আলোচনা না করেই নৌ যান শ্রমিকদের যাতায়াতের একটি ঘাট বন্ধ করে দিয়েছে। এটির প্রতিবাদে চট্টগ্রামে নৌযান শ্রমিকরা শুক্রবার সকাল থেকে কর্মবিরতি পালন করছে। আমরা এটিকে সমর্থন করেছি।” — মোহাম্মদ শাহআলম, সভাপতি, নৌযান শ্রমিক ফেডারেশন।
এই ৫ দফা দাবির মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার, লাইটার জাহাজের শ্রমিকদের উঠা–নামায় ব্যবহৃত চরপাড়া ঘাটের ইজারা বাতিল, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ, লোড ও খালি জাহাজ সার্ভে করার জন্য সার্ভেয়ারকে আনোয়ারার পারকির চর গিয়ে সার্ভে করা, সাঙ্গু নদীর মুখ খনন করে লাইটার জাহাজের নিরাপদ পোতাশ্রয় করা। নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শাহআলম বলেন, ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কারো সঙ্গে আলোচনা না করেই নৌ যান শ্রমিকদের যাতায়াতের একটি ঘাট বন্ধ করে দিয়েছে। এটির প্রতিবাদে চট্টগ্রামে নৌযান শ্রমিকরা শুক্রবার সকাল থেকে কর্মবিরতি পালন করছে। আমরা এটিকে সমর্থন করেছি।’