শত শত বছর ধরে মানুষ সবসময় চেষ্টা করেছে বন্য প্রাণী থেকে দূরে দূরে থাকতে। যে বন্য প্রাণীদের ভয়ে মানুষ নানান জায়গায় ঘুরেফিরে বাঁচত।
সেই প্রাণীদের মানুষ খাঁচায় ঢুকিয়েছে। সেই সাথে গৃহপালিত প্রাণীদেরকে শিখিয়েছে কীভাবে মানুষের সাথে বেঁচে থাকতে হয়। তবে আশ্চর্যজনক হলেও সত্য যে, এমন একটি এলাকার সন্ধান পাওয়া গেছে যেখানে বাঘ এবং মানুষ একে অপরের সঙ্গে বাস করে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাস্থানের ছোট্ট এলাকা বেরা। ওই শহরে মানুষ ও চিতাবাঘ বছরের পর বছর ধরে এক সাথে বসবাস করে।
ওই জায়গাটিকে চিতাবাঘের বাড়িও বলা হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ওই শহরে সবচেয়ে বেশি চিতাবাঘ দেখা যায়। সমীক্ষা অনুযায়ী শহরের ১০টি গ্রামে ১০০ চিতাবাঘের বসবাস। যদিও গত কয়েক বছর ধরে সেখানে চিতাবাঘের আক্রমণের কোনো ঘটনা ঘটেনি।
গুঞ্জন রয়েছে, একবার একটি চিতাবাঘ এক ছোট শিশুকে মুখ চেপে ধরে তুলে নিয়ে গেলেও বনে যাওয়ার আগে শিশুটিকে বাইরে ফেলে রেখে যায়। ওই ঘটনায় শিশুর কোনো ক্ষতি করেনি বাঘটি। সেখানে মানুষ এবং চিতাবাঘের মধ্যে রয়েছে সম্প্রীতির বন্ধনের কথাই বার বার উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে। জানা যায়, বেরায় রাবারী গোত্রের লোকজনের বসবাস। তারা বিশ্বাস করে যে, এসব চিতাবাঘকে ভগবান শিব শহর রক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। সেজন্য বাঘগুলো কখনই তাদের উপর কোন প্রকার আক্রমণ করে না। এমনকি তারাও চিতাবাঘ থেকে পালিয়ে বেড়ানোর কথা ভাবেন না!
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া