বায়ুদূষণের ক্ষেত্রে এগিয়ে বিশ্বের শিল্পোন্নত অনেক দেশ। আর এই দূষণের কারণে শিশু মৃত্যুর নিরিখে চীন চতুর্থ স্থানে রয়েছে। তবে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গত ১০ বছর ধরে চীনের রাজধানী শহর বেইজিং বিশেষ পদক্ষেপ করছে। বর্তমান বিশ্বে উদ্বেগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই বায়ুদূষণ।
প্রাণহানির অন্যতম কারণ হয়ে উঠেছে বায়ুদূষণ। চীনে বায়ুদূষণ এমন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে, রেহাই পাচ্ছে না গর্ভস্থ ভ্রূণও। বছরে ৬৪ হাজার ভ্রুণের মৃত্যু হয় কেবল বায়ুদূষণের কারণে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এক সমীক্ষা রিপোর্টে এমনই তথ্য প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। সেই সমীক্ষা রিপোর্টে প্রকাশিত হয়েছে, প্রতি বছর চীনে বায়ুদূষণের কারণে গর্ভের মধ্যেই মৃত্যু হয় ৬৪ হাজার শিশুর।
বায়ুদূষণের কারণে শিশু মৃত্যুর নিরিখে চীন চতুর্থ স্থানে। তবে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গত ১০ বছর ধরে চীনের রাজধানী শহর বেইজিং বিশেষ পদক্ষেপ করছে বলে সমীক্ষা রিপোর্টে উল্লিখিত। পেকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, চীনসহ ১৩৭টি দেশের বায়ুর মান তুলনামূলকভাবে ভালো হয়েছে। তবে গর্ভস্থ ভ্রূণের উপর বায়ুদূষণের প্রভাব ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বৈঠক করা হয়েছে। চীনা সরকারও ভ্রূণের মৃত্যু ঠেকাতে বায়ুদূষণ মোকাবিলায় বিশেষ পদক্ষেপ করেছে।