মাইক্রোব্লগিং সাইট টুইটারের নতুন মালিক এলন মাস্ক কোম্পানির প্রায় অর্ধেক কর্মীর চাকরিচ্যুত করা নিয়ে নিয়ে বলেছেন, ‘কোনো উপায় ছিল না। টুইটার দৈনিক চার মিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান গুনছে।
কোম্পানিজুড়ে অন্তত ৫০ শতাংশ কর্মীর চাকরি চলে যাচ্ছে বলে টুইটে জানিয়েছেন টুইটারের সেফটি ও ইন্টেগ্রিটি প্রধান ইওয়েল রোথ। তিনি আরও জানান, দুই হাজারের বেশি কর্মী রয়েছেন যারা ‘ফ্রন্ট-লাইন রিভিউ’ করেন, তাদের কারও চাকরি যায়নি। তবে এলন মাস্কও এর আগেই বলেছিলেন, সামাজিক মাধ্যম জায়ান্টের কন্টেন্ট মডারেশন নীতিতে কোনো পরিবর্তন আসবে না।চার মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় ৪১ কোটি টাকার বেশি দিনেই লোকসান হয়ে থাকলে কেন কোম্পানিটি কিনেছেন এমন প্রশ্নও তুলছেন অনেকে। তবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী মাস্কের নিশ্চয় এ নিয়ে অভিনব কোনো পরিকল্পনা রয়েছে। নানা ঝইঝক্কির পর ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছেন। মালিকানা গ্রহণ করেই সাইটটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়ালসহ শীর্ষস্থানীয় তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন এলন মাস্ক। টুইটারের দায়িত্ব নিয়ে প্রথমেই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানান। সূত্র: বিবিসি