করোনা সংক্রমণের ভয়বহতা মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তির মূল অনুষ্ঠান পিছিয়ে নেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি নভেম্বর মাসে করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২৯শে জুন, মঙ্গলবারে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়েছে, আগামী ১ জুলাই সংক্ষিপ্তভাবে অনলাইনে প্রতীকী কর্মসূচি পালন করা হবে।আর মূল অনুষ্ঠান পিছিয়ে নভেম্বরে হবে।
১লা জুলাই, বৃহস্পতিবার অনলাইনে হতে যাওয়া প্রতীকী অনুষ্ঠান কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা শুরু হবে।আলোচনা সভাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
আলোচনা সভায় মূল বক্তা হিসেবে থাকছেন ভাষাসৈনিক ও কলামনিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ: ফিরে দেখা’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করবেন বলে জানা গেছে।
নভেম্বর মাসের মূল কর্মসূচির বিষয়ে জানানো হয়, ১লা নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শতবর্ষের মূল অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। মূল অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।