কলমে : রাইসা ইসলাম
ভূবন জুড়ে অজস্র আজ বাতির সমাহার,
দৃষ্টিতে মোর সীমান্ত অবধি স্বচ্ছ চারিধার
অনন্তের ঐ সুয্যি কিরন,সেকি বাতি নয়?
আলোয় আলোয় সারা দিনোমান
ধরনী করিছে উজালাময়।
সন্ধে নামলে উঠোন জুড়ে স্নিগ্ধতার মেলা
রাজার তরে চির সন্ধিতে,
চন্দ্রিমা রানির খেলা।
প্রকৃতির এই আলোর মাখামাখি
কৃত্রিম কহে কম যাই নাকি!
অনলের ঐ তপ্ত শিখায় পথ খুঁজে পায় মুসাফির
নির্বিত্তের ঘর সাজে আজো ঐ শিখাতেই প্রতিদিন।
নগরের সব রঙিন আলোয়
অট্টালিকা মনোহর
রাস্তার ধারে ল্যাম্পপোস্ট টাও
আলো ছড়ায় রাত প্রহর।
বেশুমার এই বাতি তব নিষ্প্রাণ হয়ে যায়,
নয়নের বাতি মোর যথা বিধাতা ছিনে নেয়!
প্রভাতের সুর্যকিরণ হতে
নিশী গগনে জ্যোৎস্না মাখা ধরা
বাতি হীন নয়ন কহে
সবখানে মোর ধূসর তমসা ভরা।
আলোর এই বসুন্ধরায় আলো দিবারাতি
তন্মধ্যে প্রকৃষ্ট তব আপন নয়ন বাতি 🕯️