1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
পঞ্চ কাব্যঃ কবি আহমেদ সুমন - দৈনিক সপ্তস্বরা
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন

পঞ্চ কাব্যঃ কবি আহমেদ সুমন

Jannatul Abodhi
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

কাব্যঃ-১

শিরোনামঃ কবিতার ভালোবাসা ফুরিয়ে গেছে
কলমেঃ আহমেদ সুমন

দিন মাস কেটে যায়
বিরহের দলিজায়,
কবিতার ভালোবাসা ফুরিয়ে গেছে,
তারপর আমার একলা আকাশ
একলা মনে বসবাস
রাত নিশিতে শুনতে পাই
পুরনো ডায়রির দীর্ঘশ্বাস।

কবিতার ভালোবাসা ফুরিয়ে গেছে
নাকি মরে গেছে অক্সিজেনের অভাবে
আমার নির্মল বাতাস চাই
আমি সুন্দরবনে যেতে চাই
কিংবা সাংগু নদীতে ছোট বালিকাদের
শামুক কুড়ানো দেখতে চাই,
যদি ফিরে আসে কবিতার
পুরনো ভালোবাসা৷

কাব্যঃ-২

শিরোনামঃএ পথে বারে বারে
কলমেঃ আহমেদ সুমন

মাধবীকুঞ্জ যেন আবার জেগে উঠেছে হৃদয়ে
কমলের করনাটি যায় মনন ছুঁয়ে
সুরগুলো তোলে মনে কালোয়াতি ঝংকার
দামিনীর দাদ্রায় চাঁদ তোলে হুংকার
আজ আবার হারিয়েছি মন কুহেলির আঁধারে
নজরকাড়া নজরানা নাই প্রেম বিরহে
নাকাল হয়ে বারে বারে ঘুরি তোমার দুয়ারে
ললাটিকা হয়ে থাকি মধুরতা হৃদয়ে
মন আমার ঘুরেফিরে
এ পথে বারে বারে
যদি আসো ফিরে অভিসারে৷

 

 

কাব্যঃ- ৩
শিরোনামঃ-ফিরে এসো
কলমেঃ-আহমেদ সুমন

জা- জানো কি না জানি না
ন- নষ্ট হয়ে যাওয়া হৃদয়টারে
না- নাম দিয়েছ কাব্য
তু- তুলে দিয়েছ কাব্যকে
লক্ষ তারার মাজারে
শব্দের খেলা ঘরে৷
ফে- ফেনিল উচ্ছাসে উচ্ছসিত কাব্য
র- রক্ত রাঙা তোমার ভালোবাসায়
দৌ- দৌলত দিয়ে গেছো শব্দের দৌলত
স- সবিনয়ে নিবেদন ফিরে এসো
নিজের ঘরে
নিজের অহমিকায়৷

 

কাব্যঃ-৪

শিরোনামঃ-প্রেমের কবিতা
কলমেঃ-আহমেদ সুমন

তোমার ঘরের চালে আজ ও কি
ডাকে হলুদিয়া পাখি
সেতো পাখি নয় বুঝে নিও
পাখি বেশে আমি৷
আমিতো রোজই আসি তোমার ঘরে
কারণে অকারণে মানে অভিমানে
ভালোবেসে জমে থাকি তোমার
নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামে৷
যৌবন পেরিয়ে যখন বার্ধক্য আসবে
আমি তোমার গলার হার হবো৷
জীবনের ডায়েরিটা তোমার হাতে
তুমি যতন করে রেখো৷
শুন্য থেকে পূর্ণ হবো
তোমার চুলে বাসা বাধবো
দূর থেকেও দূরে নাই
আছি তোমার কাছাকাছি
তোমার স্বপ্ন নিয়েই বাচিঁ৷

 

কাব্যঃ-৫

শিরোনামঃতোদের ভালোবাসা লয়ে
কলমেঃআহমেদ সুমন

রা- রাত নির্ঘুম,মনে পড়ে
সে- সেদিনের কথা যেদিন তোরা
ল- ললাটে দিয়েছিলি পদ্ধ ফুলের পাতা
যে ভালোবাসা দিয়েছিলি
তারে কি ভোলা যায়।
রা- রাহুত হয়ে আছি,রাকেশ হয়ে থাকিস
কি- কিনারা যদি না পাস তবে গুরু বলে ডাকিস
ব- বসে আছি অতন্দ্র প্রহরী হয়ে
তোদের ভালোবাসা লয়ে।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি