রাশিয়া বিশ্বকাপে পর্তুগালের হয়ে চোটের কারণে একটি ম্যাচও খেলতে পারেননি সেন্টার-ব্যাক রুবেন দিয়াজ। কাতার বিশ্বকাপে আলো ছড়াতে মুখিয়ে আছেন তিনি। তবে, বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে পর্তুগালকে ভালো করতে হলে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে সবাই মিলে একটা দল হয়ে উঠতে হবে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার।
তিনি গণমাধ্যমকে বলেন, প্রথমত, বিশ্বকাপের মতো বড় আসরে সফল হতে শক্তিশালী একটা দল প্রয়োজন। বিশ্বের সব বড় বড় ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর ও শক্তিশালী খেলোয়াড় থাকতে পারে, কিন্তু যেটা আসলেই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, একটা দল হিসেবে আপনি কতটা শক্তিশালী। এটা এমন একটা প্রতিযোগিতা, যেখানে একজন খেলোয়াড়কে অনুভব করতে হবে যে পুরো দেশ তার পেছনে আছে এবং এটা আমি শিখেছিলাম ২০১৮ সালের বিশ্বকাপ দলে থাকার সময়। এটা বিশেষ কিছু এবং ব্যক্তিগত পর্যায়ে যে অভিজ্ঞতাই আপনি অর্জন করুন না কেন, এটা তার চেয়ে বেশিকিছু। অবশ্যই আমার এখন আরও বয়স হয়েছে, কিন্তু ঐক্যবদ্ধ একটা দেশকে পেছনে পাওয়া বাড়তি শক্তি যোগায়, এই প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য যেটা প্রয়োজন।’