বলিউডের দুই মেগাস্টার সালমান খান ও শাহরুখ খান। বর্তমান বলিউডের এই দুই খান মানেই ব্লকবাস্টার সিনেমা। যদিও শাহরুখ বেশ কিছুদিন ধরে সিনেমা দিয়ে ব্যবসা খরায় ভুগছেন, তবে পরবর্তী সিনেমা পাঠান নিয়ে দর্শক মনে দেখা দিয়েছে চরম উত্তেজনা। এবার বড় সুখবর পেল শাহরুখ-সালমান ভক্তরা। এবছর শাহরুখের ‘পাঠান’ সিনেমার পর আগামী বছর আরেকটি সিনেমায় একসঙ্গে কাজ করবেন দুই তারকা।
জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পার্টে ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানের। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মিত হচ্ছে বলে জানা গেছে। যদিও সিনেমা সংশ্লিষ্ট কেউ-ই বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেনি। তবে টাইমস অব ইন্ডিয়া এই তথ্য নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জানায়, ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে সালমান খানকে। শাহরুখ খানকে দেখা যাবে ‘টাইগার থ্রি’ সিনেমায়। পাঠান মুক্তির পর টাইগার থ্রি সিনেমায় শাহরুখ খানের অংশের শুটিং বড় পরিসরে করার পরিকল্পনা চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ‘তুমুল অ্যাকশন দৃশ্যে ‘পাঠান’ ও ‘টাইগার’ কে একসঙ্গে হাজির করা হবে। এটি একটি বড় সিনেমাটিক দৃশ্য হবে। আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্স রোমাঞ্চকর করে তোলার চেষ্টা করছেন। কারণ দুই সুপারস্টারকে একত্রিত করে এজ-অব-দ্য-সিট সিক্যুয়েন্স তৈরি করা হচ্ছে; যা সিনেমার প্লটে খুবই গুরত্বপূর্ণ। এখন সবার অপেক্ষা স্পাই ইউনিভার্সে হৃতিক রোশানের আগমন।’ টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করছেন মণীশ শর্মা।