জান্নাতুল ফেরদৌস ফেন্সী.
কয়টা গ্রীষ্মের প্রদাহ ফুরালে,
এক বরষার সতেজতা ফিরবে।
কতটা শরতের কাশবন মাড়ালে,
এক হেমন্তের নবান্ন আসবে।
কয়টা শীতের প্রভাত পেরুলে,
এক বসন্ত রোমাঞ্চ মিলবে।
কতটা মাইলস্টোন স্পর্শ করলে,
তোমায় ছোঁয়া যাবে।
কয়টা সীমান্ত পাড়ি দিলে,
তোমার মনের সীমায় পৌঁছবো।
কত যুগান্তর কথার বৃষ্টি ঝরালে,
খরা মিটবে কথার প্লাবনে।
কতটা চাঁদের জ্যোৎস্না মাখলে গা জুড়াবে মিষ্টি আবেশে।
কতটা অবকাশে বিষাদ কাটবে,
আমার মতো করে আমাকে ভালোবাসলে।
অনবদ্য লেখা আমার প্রিয় অবধি 🥰 আলহামদুলিল্লাহ। শুভ কামনা আমাদের কাব্য কথা। শুভ কামনা কাব্য কথা পত্রিকা।
অবিরাম শুভেচ্ছা
অসাধারণ লিখেছেন, কাব্যদি।।।শুভকামনা রইল
আলহামদুলিল্লাহ
আল্লাহর দরবারে শুকরিয়া
অসাধারণ কবিতা
সুস্বাগতম।। প্রিয় কাব্য –অশেষ শুভেচ্ছা ও শুভকামনা।।
অবিরাম শুভেচ্ছা ।প্রিয় কাব্য কথার পত্রিকা । আমাদের পত্রিকা।
স্বাগতম।।
প্রানবন্ত লেখা
সুন্দর লিখেছেন কাব্যদি
দারুন লাগলো পড়ে
সুন্দর লিখেছেন কাব্যদি