ফেসবুক প্রোফাইল বা পেজে নীল টিকযুক্ত ভেরিফায়েড ব্যাজ যুক্ত করা কার না ইচ্ছা আছে। সবাইকে এই নীল ব্যাজ সরবরাহ করে না ফেসবুক কর্তৃপক্ষ। নিয়ম মেনে আবেদন করতে হয়, তারপর আইডিটি আসল না নকল তা যাচাই বাছাই করে ফেসবুক প্রোফাইল বা পেজে ভেরিফায়েড ব্যাজ দেয়া হয়।
যেভাবে আবেদন করবেন
ফেসবুক প্রোফাইল বা পেজে নীল টিকযুক্ত ভেরিফায়েড ব্যাজ যুক্ত করতে চাইলে প্রথমে ব্যবহারকারীকে তার প্রোফাইল বা পেজের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য www.facebook.com/help/contact/295038365360854 ঠিকানার ভেরিফিকেশন ব্যাজ রিকোয়েস্ট ওয়েবপেজে যেতে হবে। সেখানে ফেসবুক পেজ না প্রোফাইল কোনটি ভেরিফায়েড করবেন, তা উল্লেখ করে ফেসবুকের নির্ধারিত ফরম পূরণ করতে হবে। নির্ধারিত ফরমে ফেসবুকের কাছে আপনার পরিচয় নিশ্চিত করার জন্য কিছু তথ্য দিতে হবে। যেমন: জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পানি-বিদ্যুতের বিলের অনুলিপি আপলোড করতে হবে। এরপর প্রোফাইল বা পেজ যাচাইয়ের জন্য বিভাগ নির্বাচন করে আপনি কোন দেশে বসবাস করেন সেটি লিখতে হবে। এবার অডিয়েন্স বিভাগে আপনার বন্ধু বা অনুসারীর সংখ্যা জানানোর পাশাপাশি আপনার জনপ্রিয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে সাবমিট অপশন চাপ দিলেই আপনার আবেদন চলে যাবে ফেসবুকের কাছে। ফেসবুক আপনার আবেদনটি পর্যালোচনা করে ভেরিফায়েড ব্যাজ যুক্ত করে দেবে। আবেদন বাতিলও করতে পারে সামাজিক যোগাযোগের সাইটটি। আবেদন যাচাইয়ের জন্য সাধারণত ৪৮ ঘণ্টা থেকে ৪৫ দিন পর্যন্ত সময় নিয়ে থাকে ফেসবুক কর্তৃপক্ষ।