এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করছে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (এএবিইএ)।
সংগঠনটির উদ্যোগে দেশটিতে প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের গবেষণা বৃত্তি দেয়া হবে। জানা গেছে, ক্যালিফোর্নিয়ার রিভারসাইড বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিদ্যার বিভিন্ন বিষয়ে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীদের মাঝে গবেষণা বৃত্তি দেয় এএবিইএ ক্যালিফোর্নিয়া শাখা। যুক্তরাষ্ট্রে প্রকৌশল, স্থাপত্য ও প্রযুক্তি খাতে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (এএবিইএ)। প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বাংলাদেশিদের মধ্যে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এ সংগঠনের যাত্রা শুরু। প্রবাসে নানা সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইডে প্রকৌশলে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে দেয়া হয় বিশেষ গবেষণা বৃত্তি অ্যাওয়ার্ড।