শেষ হতে চলা টি-২০ বিশ্বকাপে এখন পর্যন্ত বিতর্কিত ম্যাচ বলা চলে ভারত-বাংলাদেশ ম্যাচটি। বৃষ্টি বাঁধায় পড়ে শেষ পর্যন্ত ভেজা মাঠে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। আর ওই ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের বিষয়টি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) ফোরামে উপস্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভবিষ্যতে এমন বিতর্কিত সিদ্ধান্তের মুখোমুখি যেন বাংলাদেশকে না হতে হয় সে ব্যাপারেও আলোচনা হয়েছে। এদিকে আইসিসির বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ হয়েছে। নতুন চেয়ারম্যান নির্বাচনসহ বেশকিছু এজেন্ডা নিয়ে সভায় বসে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বেশিরভাগ সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারত-বাংলাদেশ ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। বিষয়টি আইসিসির ফোরামে উপস্থাপন করার কথা ছিল বিসিবির। এদিন আইসিসি সভার পর আলোচনা হয়েছে আম্পায়ারিং নিয়ে। নির্ধারিত ফোরামে অভিযোগ করেছে বিসিবি। সামনে কোনো ইভেন্টে যেন এমন কোনো সিদ্ধান্তের মুখোমুখি না হতে হয়, সে ব্যাপারেও হয়েছে আলোচনা।