“পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।” ___কবি শামসুর রাহমানের কবিতা এই বাঙালি জাতির জীবনে সত্যি প্রমানিত হয়েছে।
কবি নির্মলেন্দু গুণের ভাষায় : “আমার ছিল না মুক্ত মাতৃভূমি শৃঙ্খলহীন স্বাধীন দেশ; শতবর্ষের শত সাধনায় পেয়েছি তোমায় বাংলাদেশ।”
একটা মানচিত্র পাবার জন্য কতো ত্যাগ তিতিক্ষা, একটা মানচিত্র আঁকার জন্য কতো জীবন দিলো বলিদান, বাঙালির ইতিহাসে সবচেয়ে বড় অর্জনের দিন আজ, আজ বিজয়ের দিন।
একাত্তরের এই দিনটিতে বাংলার আকাশে-বাতাসে, এক সুরে ধ্বনিত হয়েছিল ‘জয় বাংলা’ স্লোগান। সেই দিনটির ন্যায় আজও সেই স্লোগান তুলবে পুরো জাতি। সর্বত্র উড়বে বিজয়ের লাল-সবুজ নিশান।
এ অর্জন জাতিকে এনে দিয়েছে একটি সার্বভৌম দেশ, স্বাধীন জাতিসত্তা, পবিত্র সংবিধান, নিজস্ব মানচিত্র ও লাল-সবুজ পতাকা। তবে তা একদিনে অর্জিত হয়নি। এ অর্জনের পেছনে রয়েছে জাতির জনক শেখ মুজিবর রহমানের অসীম অবদান। লাখো শহীদের রক্তে রঞ্জিত স্বাধীনতা, মা বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে অর্জিত স্বাধীনতা। শোষণ-বঞ্চনা, রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস।
নয় মাস সশস্ত্র সংগ্রামের পর ১৯’শ একাত্তরের এই দিনে ৯২ হাজার পাকিস্তানি সৈন্যবাহিনী ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করে। জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। সেই বিজয়ের আনন্দে আজ বাংলার মানুষ ভাসছে।
দৈনিক সপ্তস্বরা ও কাব্য কথা’র সকল শুভাকাঙ্ক্ষী, সকল সাহিত্যানুরাগী ব্যক্তিত্বসহ সকল স্তরের সকল জন-সাধারণের প্রতি দৈনিক সপ্তস্বরা ওয়েব ম্যাগাজিন এবং কাব্য কথা – Literature Community – এর পক্ষ থেকে সবাইকে রক্তিম লাল বিজয়ের শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে,
দৈনিক সপ্তস্বরা ওয়েব ম্যাগাজিন &
কাব্য কথা – Literature Community – কর্তৃপক্ষ।
Website : www.swaptasora.com
Email : swaptasora@gmail.com