1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
বিশ্বকাপ জিততে প্রস্তুত ব্রাজিল! || দৈনিক সপ্তস্বরা - দৈনিক সপ্তস্বরা
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন

বিশ্বকাপ জিততে প্রস্তুত ব্রাজিল! || দৈনিক সপ্তস্বরা

সরদার রাকিবুল ইসলাম বনসাই
  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

কয়েক ঘণ্টা পরই মাঠে গড়াবে ২২তম ফুটবল বিশ্বকাপের আসর। কাতারে অনুষ্ঠিত হওয়া এই বিশ্বকাপের আসরে শিরোপার সবচেয়ে বড় দাবিদার ব্রাজিল। সেলেসাও দলের তারকা ফুটবলার রিচার্লিসন জানিয়েছেন, বিশ্বকাপ জিততে যা যা করা প্রয়োজন, সবই করবে তাদের দল।

সেলেসাও দলের তারকা ফুটবলার রিচার্লিসন জানিয়েছেন, বিশ্বকাপ জিততে যা যা করা প্রয়োজন, সবই করতে প্রস্তুত ব্রাজিল। শক্তিমত্তা কিংবা তারকা ফুটবলার সব দিক থেকেই অন্যদের চেয়ে বেশ এগিয়ে আছে ব্রাজিল। ইউরো স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে রিচার্লিসন বলেন, ‘আমাদের অনেক ইতিহাস আছে। কখনো বিশ্বকাপের বাইরে থাকিনি। আমরা মর্যাদার এক জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপে যাবো।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা বিশ্বকাপ জিতি? আমি জানি না, কিন্তু আমরা সবকিছু করব বিশ্বকাপ জিততে। নীরবে কাজ করে যাওয়া আমি পছন্দ করি, নিজেদের কাজটা করবো আর সেরাটা দেব প্রতিদিন। প্রফেসর তিতে আমাদের দারুণভাবে প্রস্তুত করেছেন। অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আনতে যাবো।’ আজ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে কোন দেশ ফেভারিট? সে ব্যাপারে রিচার্লিসন বলেন, ‘এখানে অনেক দলই আছে। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, উদাহরণ হিসেবে বেলজিয়াম আছে, আর্জেন্টিনার ভালো একটা স্কোয়াড আছে; কোপা আমেরিকাও জিতেছে।’

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি