বিশ্বে সাংবাদিকদের গ্রেপ্তারের ঘটনা বাড়ছে। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ) এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। খবর আল জাজিরা।
আরএসএফ-এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছর মোট ৫৩৩ জন সাংবাদিককে কারাবন্দি করার ঘটনা ঘটেছে। গত বছরের চেয়ে সাংবাদিককে কারাবন্দি করার ঘটনা বেড়েছে অন্তত ৪৮৮টি। ২০২১ সালে যেখানে জেলে যাওয়া সাংবাদিকের সংখ্যা ছিল ৪৮৮, সেখানে ২০২২ সালের এক মাস বাকি থাকতেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩। জরিপ অনুযায়ী, সাংবাদিকদের গ্রেপ্তারে এগিয়ে রয়েছে ৫টি দেশ। গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে রয়েছে চীন। এর পরেই রয়েছে যথাক্রমে মিয়ানমার, ইরান, ভিয়েতনাম ও বেলারুশ।
এ প্রসঙ্গে আরএসএফ এর প্রধান ক্রিস্টোফার ডেলোয়ার জানান, বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরাচারী শাসকগোষ্ঠী সাংবাদিকদের যেভাবে গ্রেফতার করছে তা অতীতে দেখা যায়নি। সম্প্রতি ইরানে আটক সাংবাদিকদের সংখ্যা রেকর্ড হারে বেড়েছে। পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে হওয়া বিক্ষোভ শুরুর পর থেকে দেশটিতে ৩৪ জন সাংবাদিককে আটক করা হয়েছে। এদিকে সংবাদ সংগ্রহে গিয়ে নিহত সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করেছে আরএসএফ। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৫৭ জন সাংবাদিক। যাদের মধ্যে আটজন যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। এছাড়া ইউক্রেনের আটজনসহ মোট ১৮ জন সাংবাদিককে বর্তমানে বন্দি করে রেখেছে রাশিয়া।