বর্তমান সময়ে ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি তার জন্মদিনে দেশের শীর্ষ নায়ক শাকিব খান তাকে হীরের নাকফুল উপহার দিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এ নায়িকা। বুলীর হীরার নাকফুল উপহার পাওয়ার খবর ফেসবুকে পোস্ট দেন অপু বিশ্বাস।
নিজের সামাজিকমাধ্যম ফেসবুক একাউন্টে শেয়ার করে একাধিক হাসির ইমো দেন অপু। ক্যাপশনে লিখেছেন, ‘কী যে মজা, মজা।’ এ নিয়ে যে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ান দুই নায়িকা। শাকিব খানও চুপ ছিলেন বিষয়টি নিয়ে। এবার শাকিব খান জানালেন তিনি বুবলীকে কোনো হীরার নাকফুল উপহার দেননি। দেশের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই কথা জানান। শাকিব খান বলেন, ‘ডায়মন্ডের নাকফুল তিনি (বুবলী) উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে উপহার দিইনি। সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা- কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।’