অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের পর দলে চমক আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিসিসিআই’র সূত্রের বরাতে এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’। শোনা যাচ্ছে লোকেশ রাহুল, রোহিত শর্মা, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিনের মতো যেসব সিনিয়র ক্রিকেটার ব্যর্থ হয়েছেন; তাদের বাদ দেয়া হবে পরের বিশ্বকাপের আগেই।
দীর্ঘমেয়াদে অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে বিবেচনা করা হচ্ছে। এই হার্দিকের নেতৃত্বে অভিষেক মৌসুমেই আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স। ভারতের হয়েও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে হার্দিকের। তবে কি রোহিত শর্মাদের মতো সিনিয়রদের একদম বাদ দেওয়া হবে? সূত্র উদ্ধৃত করে ওই সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ভারতীয় দলের হয়ে অশ্বিন এবং দিনেশ কার্তিক শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। যাদের বয়স ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় প্রায় ৪০ হয়ে যাবে।
তবে বর্তমান অধিনায়ক রোহিত শর্মা এবং এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে কৌশলী উত্তর দিয়েছেন বিসিসিআইয়ের কর্তা। নাম গোপন রাখার শর্তে তিনি বলেছেন, ‘বিসিসিআই কোনদিনও কাউকে অবসর নিতে বলে না। ওটা পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি যদি অবসর ঘোষণা করতে না চান, তবে করতে হবে না। আগামী বছর অধিকাংশ সিনিয়রকে টি-টোয়েন্টি খেলতে দেখব না আমরা।’ বোর্ডের ওই কর্মকর্তার কথায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে, রোহিত-কোহলিরাও ঝুঁকিমুক্ত নন। বরং তারা নিজে থেকে অবসর না নিলে দল থেকে বাদ পড়তে পারেন।