মাছের গুঁতা খেয়ে এক যুবকের অজ্ঞান হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে ক্যানিং থানার নিকারীঘাটার বেলেখালিতে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার সকালে বাড়ির পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলছিলেন আবদুল হালিম। সেই সময় একটি বড় মাছ জালে ধরা পড়ে। সেই মাছ ধরার জন্য পুকুরে নেমে পড়েন আবদুল। মাছ ধরার আগেই পানির মধ্যে তার বুকে মারাত্মক ধাক্কা লাগে। মাছের গুঁতোয় তীব্র আঘাত পান। এসময় পুকুরে অচৈতন্য হয়ে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এর পর দ্রুত আবদুল হালিমকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। হালিমের বাবা আরাফ ঘরামি বলেন, ‘অন্যান্য দিনের মতো পুকুরে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছিল ছেলে। সেই সময় পুকুরে একটি মাছ তার বুকে গুঁতো মারে। তাতেই এই বিপত্তি।’ মনে করা হচ্ছে, কাতলা বা ভেটকি গোত্রের কোনো মাছের পাখনার ঝাপটায় জখম হয়েছেন ওই যুবক। কারণ, ওই ধরনের মাছই পুকুরে রয়েছে।