যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন চলছে। ডেমক্র্যাট-রিপাবলিকানদের জয়-জয়কারের সাথে বাংলাদেশি প্রবাসীরাও একাকার হয়েছেন। কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারপার্সন কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স, জুডিশিয়াল কমিটির চেয়ারপার্সন কংগ্রেসম্যান জেরাল্ড নেদলারের সাথে সাক্ষাৎ করে কম্যুনিটির নেতৃস্থানীয়রা বিজয়ী সকলকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশি আমেরিকান ভোটারের ৯০ ভাগেরও অধিক হলেন ডেমক্র্যাট। জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে তৃতীয় টার্মের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কিশোরগঞ্জের সন্তান শেখ রহমা। নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ হিসেবে পঞ্চম মেয়াদের জন্য বিপুল ভোটে জয়ী হলেন পিরোজপুরের সন্তান আবুল খান। কানেকটিকাট স্টেট সিনেট নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মোহাম্মদ মাসুদুর রহমান বিপুল ভোটে জয়ী হলেন সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে। চাঁদপুরের সন্তান মাসুদ এবারই প্রথম স্টেট সিনেটের সদস্য হলেন। অন্যদিকে, জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী নাবিলা ইসলামও বিপুল ভোটে জয়ী হলেন। নোয়াখালীর সন্তান নাবিলা হলেন জর্জিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় বাংলাদেশী সিনেটর। এ স্টেটে প্রথম মুসলমান সিনেটর হিসেবে ৬ বছর আগে নির্বাচিত হয়েছেন শেখ রহমান।