তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (৭ ডিসেম্বর) রিয়াদে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। খবর সিএনএন।
এসময় তাকে স্বাগত জানান রিয়াদের গর্ভনর প্রিন্স ফয়সাল বিন আন্দার আল সৌদ, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহার আল সৌদসহ সৌদি কর্মকর্তারা। দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা। তিন দিনের সফরে প্রথমবারের মতো চীন-আরব শীর্ষ সম্মেলনে যোগ দেবেন জিনপিং। সম্মেলনে ২ হাজার ৯শ কোটি ডলারের চুক্তি হওয়ার কথা রয়েছে। চীন-জিসিসি সম্মেলনেও যোগ দেবেন জিনপিং। ১৪ আরব নেতাও অংশ নেবেন এই সম্মেলনে। এ সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, দুই দেশের অভিন্ন উন্নয়নের প্রচারের পাশাপাশি আন্তর্জাতিক নানা ইস্যুতে আরো কৌশলগত বোঝাপড়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বেইজিং।