1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রেকর্ড ৮২ মুসলিম প্রার্থীর জয়। || দৈনিক সপ্তস্বরা - দৈনিক সপ্তস্বরা
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রেকর্ড ৮২ মুসলিম প্রার্থীর জয়। || দৈনিক সপ্তস্বরা

সরদার রাকিবুল ইসলাম বনসাই
  • প্রকাশের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ৮২ জনের মতো মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। মিনেসোটা অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন, ইলহান ওমর, রাশিদা তালিব এবং আন্দ্রে কারসনসহ ২১ জন মুসলিম পুনঃনির্বাচিত হলেও, ১৬ জন নতুন মুসলিম তাদের সাথে যোগ দিয়ে দেশব্যাপী মুসলিম রাজ্যের আইন প্রণেতাদের সংখ্যা ৪৩-এ পৌঁছেছে। তাদের মধ্যে ২৩ বছর বয়সী নাবিলা সৈয়দ সবচেয়ে কম বয়সী ভারতীয়-আমেরিকান মহিলা।

সৈয়দের প্রচার ওয়েবসাইট বলে যে, তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, আর তিনি স্থানীয় ব্যবসা এবং অলাভজনকদের সহায়তাকারী একটি প্রো-বোনো পরামর্শ সংস্থার সভাপতি হিসেবে কাজ করেছেন। নির্বাচনে জয়ের পর নাবিল সৈয়দ লিখেছেন, ‘আমার নাম নাবিলা সৈয়দ। আমি একজন ২৩ বছর বয়সী মুসলিম, ভারতীয়-আমেরিকান মহিলা। আমরা সবেমাত্র রিপাবলিকান অধ্যুষিত শহরতলির জেলাকে উল্টিয়েছি এবং জানুয়ারিতে আমি ইলিনয় সাধারণ পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হব’।

ডেমোক্র্যাট মানা আবদি, ডেকা ধলাক এবং আম্বুরিন রানা মেইন রাজ্যের আইনসভায় নির্বাচিত হয়েছেন, ওহাইও ডেমোক্র্যাট মুনিরা আবদুল্লাহি এবং ইসমাইল মোহাম্মদ রাজ্য আইনসভায় দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছেন। টেক্সাসে সালমান ভোজানি এবং সুলাইমান লালানি রাজ্য আইনসভায় নির্বাচিত হয়েছেন। রুওয়া রোমান, ফারুক মুঘল এবং শেখ রহমান জর্জিয়ার রাজ্য ভবনে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফলের পর, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মুসলিম আইনপ্রণেতার রাজ্য হয়েছে জর্জিয়া। মিনেসোটা রাজ্য হাউসে সর্বাধিক সংখ্যক মুসলিম নির্বাচিত হয়েছেন, জয়নাব মোহাম্মদ রাজ্যের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম নারী।

এদিকে সিনেটে ৪৯ আসনে জিতে এগিয়ে রয়েছে রিপাবলিকান দল। ডেমোক্রেটরা এখন পর্যন্ত আসন নিশ্চিত করতে পেরেছে ৪৮টি। এখনও যে তিনটি রাজ্যে চূড়ান্ত ফলাফল জানা যায়নি সেগুলো হলো নেভাডা, অ্যারিজোনা এবং জর্জিয়া। এরমধ্যে অ্যারিজোনাতে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী মার্ক কেলি। অপরদিকে নেভাডায় এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী অ্যাডাম ল্যাক্সাল্ট। রিপাবলিকানদের সিনেটের দখল নিতে প্রয়োজন ৫১ আসন। অর্থাৎ নেভাডার পাশাপাশি তাদেরকে জিততে হবে আরও একটি আসনে। একই অবস্থা ডেমোক্রেট দলেরও। ডেমোক্রেটদের এক আসন কম হলেও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘কাস্টিং ভোট’ এর কারণে একটি অতিরিক্ত আসন পাবে দলটি। ফলে তাদেরও অ্যারিজোনার পাশাপাশি আরও একটি আসনে জয় প্রয়োজন।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি