২০২১ সালে লেডি গাগার তিন পোষ্য কুকুরকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন তাদের প্রশিক্ষক রায়ান ফিশার। কুকুর তিনটিকে চুরি করে পালান জেমস হাওয়ার্ড জ্যাকসন। এরপর তিন কুকুর কোজি, গুস্তাভ এবং মিস এশিয়ার মধ্যে তৃতীয় জন অর্থাৎ মিস এশিয়া ডাকাদের গাড়ি থেকে পালিয়ে আসে এবং ফিশার যেখানে গুলিবিদ্ধ অবস্থায় চলে আসে। কিন্তু বাকি দুই কুকুরকে নিয়ে ডাকাতরা পালায়।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এর কিছু দিন পরে লেডি গাগা মোটা অঙ্কের পুরস্কার ( পাঁচ লাখ ডলার) মূল্য ঘোষণা করেন তার পোষ্যদের খুঁজে দেয়ার জন্য। কিছু দিন পর কোজি এবং গুস্তাভকে নিয়ে হাজির হন এক নারী। পরে পুলিশ জানায়, এই নারীও ওই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত জ্যাকসন পুলিশের হেফাজত থেকে পালান। তাকে পরে আবার ধরা হয়। তার বিরুদ্ধে মামলা চলছিল দীর্ধ দিন ধরে। সেই মামলার রায় দিল আদালত। পুলিশ সূত্র জানায়, অপরাধীরা জানত না, কুকুরগুলো লেডি গাগার। কুকুরগুলি ফ্রেঞ্চ বুলডগ প্রজাতির, তাই তাদের চুরি করার চেষ্টা করেছিল তারা। এই কুকুরগুলো বিরল প্রজাতির এবং এরা সংখ্যায় খুবই কম। এ কারণে চোরাবাজারে ব্যাপক দামে বিক্রি করা হয়। সে কারণেই চুরির চেষ্টা বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ডাকাতির পাশাপাশি খুনের চেষ্টার অভিযোগ থাকায় দীর্ঘমেয়াদি শাস্তি হয়েছে বলে জানা গেছে।