কলমেঃ মোঃ আমানত উল্লাহ্ আমান।
মেয়ে বাবাকে ফোন করেছে সন্ধ্যায়
তোমার নাতিকে নিয়ে বেড়াতে আসব কাল,,
বাবার ফ্যাকাসে মুখখানি ঢেকেছে আঁধারে
হয়তো ভাবছে,মেয়েকে কিভাবে বলি আসিস না মা’রে।
বাবা বলে,গাড়ি নষ্ট চালাতে পারিনি তিনদিন ধরে
চাল-ডাল-তেল কিছুই নাই মা আজ ঘরে ,,
শুনেছি লকডাউন নাকি শুরু হবে দু’দিন পরে
তোর মা-বোনকে পাঠিয়ে দিয়েছি গ্ৰামের ঘরে।
মেয়ে বুঝি কষ্টে আছে ছাড়ছে না বাবারে
বাবা বুঝিয়ে বলে তবে আয় মা দু’দিন পরে,
দেখি কিছু ঋন পায় কিনা মহাজনকে ধরে
তারপর হয়তো বাজার আনতে পারব ঘরে ।
তোর মা’র হাতে টাকা দিতে পারিনি সাথে
করোন’র থাবায় কঠিন অভাব এসেছে সংসারে,,
মাথার চুল গুলো ফেলে দিস নাতিটার
দু’দিন পরেই বেড়াতে আসিস ,মা আমার।
করোনা’র হানা আর ধাপে ধাপে লকডাউন
কঠিন হয়ে গেছে শহুরে শ্রমিক শ্রেণীর জীবন,
নানা সুদি কারবারি ঘরে দিচ্ছে হানা প্রতিদিন
দু’বছরের করোনা জীবন ডুবেছে ঋনের পর ঋন!
কবি পরিচিতিঃ
নামঃ মোঃ আমানত উল্লাহ আমান
পিতা ঃ মরহুম আব্দুল গণি
গ্ৰাম ঃপশ্চিম বৈলতলী
পোষ্ট ঃ বৈলতলী
থানা ঃ চন্দনাইশ
জেলা ঃ চট্টগ্রাম
কিছু অনলাইন সম্মাননা পেয়েছি বিভিন্ন অনলাইন কবিতা ও সাহিত্যের গ্ৰুপ থেকে।
কোন কাব্যগ্রন্থ এখনো বের হয়নি।
নিজের সাথে নিজে কথা বলার মত কিছু লিখি মনের খেয়ালে কেবল।
ব্যাক্তিগত জীবনে ক্ষুদ্র ব্যবসায়ী।