1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
শিরোনামঃ- চামচিকের দল - দৈনিক সপ্তস্বরা
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১১:১১ অপরাহ্ন

শিরোনামঃ- চামচিকের দল

Janntul Abodhi
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

কলমেঃ অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম

মিস্টি কথার চাটুকার চামচিকের দল
ব্যাঙে লাফায় দেখে তাদের বাহাদুরী
কি করে সত্যের নাকে লাগায় দড়ি
চোখ বুজে করে মিথ্যার চামচাগিরি।।

কথার ফুল ঝুড়িতে সুর্যকে মাটিতে
চন্দ্রকে ডুবায় উত্তাল মহাসাগরে
কতো মানুষের মাথায় ভাঙ্গে কাঁঠাল
অক্টোপাসের মত গলা চেপে ধরে।

অবাক হই তাদের বিদ্যার বহর দেখে
নিজেও জানে না কি বলে বা লিখে
চ্যানেল ঘুরে অতি রঞ্জিত টকশো দেখুন
কি করে সত্যকে জবাই করে ভাবুন।

কথার প্যাচে প্যাচাল পারে ইচ্ছে মত
ফুল হত্যা মানুষ হত্যাকে করে জায়েজ
ছুরি ঘুরায় অসহায় দুর্বলের মাথায়
বুঝতে চায় না কোন টা নাজায়েজ।।

এ করে ওকে মিথ্যা অজুহাতে দোষারুপ
কচু পাতার তলে লুকায় নিজের বহুরুপ
তিন নাম্বারের ছাগল নাচে দেয় হাততালি
দেবতা ভেবে পুঁজা করে জ্বালায় ধূপ।

ইতিহাস করবে না ক্ষমা কারো চামচামি
কড়ায় গন্ডায় লিখা হবে কালো অক্ষরে
তোদের ভন্ডামি ছল চাতুরী বাহাদুরী
চামচিকের দল – বাতাসে যাবে ঝরে।

চাটুকাররের যুক্তি তর্ক যাবে রসাতলে
ইট পাটকেল যখন আসবে তেড়ে উড়ে
উলুবনে মুক্তা ছড়ানোর উলঙ্গ নেশা
বরফকুচি বর্ষা নামাবে চামচিকের ঘরে।

কবি পরিচিতিঃ-

নামঃ অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম।
ধর্মঃ ইসলাম,
জাতীয়তাঃ বাংলাদেশী
সখঃ পড়াশুনা,তৃণমুল পর্যায়ের মানুষের সেবা করা।ইউ টিউব বা ফেইজ বুক ফেইজে লেখা ও টকশো করা।
কবির জন্ম ১মে, ১৯৬০ সালে কিশোরগঞ্জ জেলার সদর থানায় স্বল্প মারিয়া গ্রমে।বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ ইমাম হোসেন,মা আমেনা বেগম (গৃহিনী)।দরিদ্র্যতার সাথে লড়াই করে পাঁচ ভাই বোন বাবা মা’ প্রত্যাশা অনুযায়ী সুখের ফুলদানীতে নিজেদেরকে সাজিয়েছেন।কবি দুই ছেলে সন্তানের জননী।তারাও তৈরী করেছে গর্বময় পথ চলা। আল্লাহর রহমতে ঢাকাতে স্থায়ী ভাবে বসবাস করছেন তিনি । স্বামী অবসর প্রাপ্ত সুপারেন্টন্ড প্রকৌশলী। ২০০০ সাল থেকে লেখার জগতে আসেন তিনি, ১৭টি প্রকাশিত গ্রন্থ ( কাব্য,পবন্ধ,গল্প) রয়েছে। ১৫০ টি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রবন্ধ রয়েছে।প্রায় ২০টি সন্মাননা,পুরস্কার,ক্রেস্ট রয়েছে কর্মের স্বীকৃতির ঝাঁপিতে।
◾শিক্ষাগত যোগ্যতাঃ-
১।এসএসসি ১৯৭৫
২। এইচএসসি ১৯৭৭
৩। বিএসসি অনার্স, রসায়ন বিজ্ঞান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়, ১৯৮০
৪।এমএসসি (রসায়ন বিঞ্জান), জাবি, ১৯৮২
৫। বিএড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৯০
৬।এমএড, ঢাবি, ১৯৯২
৭।পিএইচডি, জাবি, ২০২০

১।কর্ম ক্ষেত্রের পরিচিতিঃ আর এস আইডিয়েল কলেজ, কিশোরগঞ্জ,এর প্রতিষ্টাতা অধ্যক্ষ,২২ বছরে গ্রামের তৃণমূল পর্যায়ে অনার্স পর্যায়ের কলেজের প্রতিষ্ঠাতা তিনি।
২। বাংলাদেশ সরকারের জয়িতা সদস্য
৩।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য
৪। বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য

◾মুজিব আদর্শের সৈনিক◾
◾রাজনীতিতে পদপদবীঃ-
১।বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা সদস্য
২। কিশোরগজ্ঞ জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি।
৩। তেজগাও থানা মহিলা আওয়ামীলীগে সহসভাপতি।
৪। বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সম্পাদকীয় পরিষদের সদস্য।
৫। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পিরষদ এর কিশোরগজ্ঞ জেলা শাখার সভাপতি
৬। লায়ন্স ক্লাবস ইন্টারনেশানেল, ডিস্ট্রিকস ৩১৫/এ ২ এর ডিস্ট্রিকস চেয়ার পারসন্স।
৭। বাংলা একাডেমির সদস্য।
৮। বাংলাদেশ বেতারের গীতিকার।
আরো বহু প্রগতিশীল,সেবামুলক সংগঘটনের জীবন সদস্য,সভাপতি, নানা পদে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন তিনি।২০২০ এ চাকুরী থেকে অবসরে গিয়েছেন। কলম হাতে ঘরবন্দি জীবনে সাহিত্য সেবা করেই চলেছেন।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি