1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
শিরোনামঃবদলাতে পারিনা - দৈনিক সপ্তস্বরা
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃবদলাতে পারিনা

Jannatul Abodhi
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

কলমেঃ মনি জামান

জানিস কৈলাস বদলাতে পারিনা বলে বদলে গেছে সব,আমি ফিরতে পারি না এখন আর আমার আগের সেই যৌবনে।
দিনরাত প্ররিশ্রম আর হাড় ভাঙ্গা খাটুনি একমুঠো ভাত ও জুটাতে পারি না ঠিক ঠাক মত।
ছোট্ট কুঁড়ের পাশে আমাদের জলপায় গাছটাও কেমন যেন বদলে গেছে,পাতার বিবর্ণ রঙ কচি পাতার যেন সেই বাড়ান্ত যৌবন নেই।
নদীর পাড় ভাঙ্গতে ভাঙ্গতে ভিটে বাড়ি সব বিলিন হয়ে গেছে,সেখানে এখন বর্গা চাষীর অবাধ দৌরাত্ম্য।
সমুদ্রের জলে যেন ডুবি অনন্তকাল সেখান থেকে ফিরতে পারিনা আমি,ভিক্ষের ঝোলায় লুকানো একমুঠো চাউলে।
জানিস কৈলাস পোড়ামুখির ঘরটা কেমন করে যেন ভেঙ্গে গেলো যৌতুক দাবিতে,
হাজের চাচার ছেলের বউটাও ধব ধবে সাদা শাড়িতে,কষ্টে ভারী হয় বুক অকালে বিধবা হয়ে গেলো সে।
ভিটে বাড়ি সব বেদখল হয়ে গেলো জমিলার,বৃদ্ধা আশ্রমে কাটে তার সময়।একাকিত্ব সময় কাটে এখন রহিম চাচার,ছেলে গুলো কেমন যেন সব পর হয়ে গেলো।
আজ বিদগ্ধ চিত্ত পোড়ায় অগ্নি থালায় যেন ডুবন্ত সূর্যটা,বদলাতে পারি না বলে দুহাত পেতে চেয়ে নিতে পারি না করুণা।
কালের সাক্ষী বট গাছটাও শত বছর ধরে দাঁড়িয়ে আছে,সেও হাত পেতে চেয়ে নেইনি কখনো বয়সটা।
বৃদ্ধ অধীরের মা লাবণ্য হারিয়ে আজ অসহায়,কপালে ভাঁজ বয়সের ছাপ ঝলসে গেছে সমস্ত শরীরটা।
বীরাঙ্গনা সখিনার এতিম ছেলেটা সেও অবশেষে ক্যান্সারে ভুগে ধুকে ধুকে মরে গেলো।
আমি কারো জন্য কিছু করতে পারিনা কৈলাস,এক মুঠো চাল একটু লবন একটু ঝালও জুটাতে পারি না ঠিক ঠাক মত,বাচ্চা গুলো অভূক্ত থাকে সারাদিন।
বউয়ের পরনে জড়াতে পারিনা শরম ঢাকার কাপড়টা,দিনরাত পরিশ্রম সোনালী স্বপ্ন ধরতে চেয়েও পারি না ধরতে।
নবজাতকের কান্না চিৎকারকে চাইতে পারিনা হাত পেতে নিতে এক মুঠো ভিক্ষে,ক্লান্ত অবস্বাদে পড়ে আছি আমি আর ভালো নেই কৈলাস।
আজ সব যেন প্রস্থান উদ্যত শেষ দৃশ্যের প্যাথেটিক সংলাপে মত্ত,কেউ নেই ছিলনা কেউ কখনো কারো।।

কবি পরিচিতিঃ-

কবি মোঃ মনিরুজ্জামান মনি।
পিতা-মৃত আহম্মাদ আলি সরদার মাতা-মৃত নুরজাহান বেগমের

তিন সন্তানের ভিতর কবি সবার ছোট,কপোতাক্ষ নদী বেষ্টিত কলারোয়া উপজেলার ১১নং দেওয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রামে জন্মগ্রহন করেন,কবি স্কুল জীবন থেকে লেখালেখির হাতে খড়ি
বর্তমানে চলমান সামাজিক মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশ সহ ওপার বাংলায় ও অতি সুপরিচিত এবং তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি।
সংক্ষিপ্ত নাম মনি জামান হিসেবে সুপরিচিত কবির একক কাব্য ২০১৮ ইং সালে প্রথম প্রকাশ পায় ” প্রজন্মের ডাক ” বইটি এবং ২০২১শে “শরৎ অনুরাগ”প্রকাশিত হয়েছে,এ ছাড়া সাতটি যৌথ কাব্য গ্রহন্থ প্রকাশিত হয়েছে,কবি মনি জামান কলকাতা থেকে সম্মানীত হন এ ছাড়াও বিভিন্ন সাহিত্য সংগঠন থেকে সমানীত হয়েছেন।
কবি মনি জামান নিজস্ব ধারায় সাহিত্যিক জীবনে অনেক সংগ্রাম করে তার নিজস্বতার প্রমাণ রাখতে সমর্থ হয়েছেন।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি