কবিঃমাহবুব পলাশ
যদি ও সে আমার প্রেমে বিশ^াস রাখেনি
তবু ও অতীত সুখের জন্য আজন্ম ঋণী
সর্বদ্রষ্টা যে সুখ স্থায়ী নয় জানি
তোমার কাছেই বাঁধা যতো স্মৃতি।
আমার দু’ চোখ আজো তোমার দুচোখ খুঁজে
এন পবনের নাও শুধু ঠোঁট দুটো ডাকে
নিঃশ্বাষে শুধু গভীরতা বাড়ে মোমবাতির সাঁজে
ভালবাসি যে শুধু অনন্তের পথে চোখের জলে বানে।
তোমার প্রণয়ে হয়তো খাদ ছিল জানি
দানব সাগর পাড়ে বুঝি স্বর্গের দূত খুঁজি
বঞ্চিত আমাকে যেতে দাও দেবী
প্রাচীন রহস্য বুঝি রক্তিম উদ্ধগামী।
অলৌকিক ঔজ¦ল্য ঝেড়ে ফেলে
আপাদমস্তক দীপ্তমান মিষ্ট চুম্বন শিশিরে
ঠোঁটের গুঞ্জরিত ভাষা চির যৌবনের ডোরে
সোনালী ছায়ায় নিরুত্তাপ স্নানের প্রণয়ভূবনে ।
অস্পষ্ট ছায়ায় নীবিড় আলীঙ্গনে বুঝি
তোমার আমার সমস্বত্ব প্রকৃতি
অবশেষে বেলোয়ারি কার্ণিশে তুমি
খুঁজে না পাওয়া তন্ন তন্ন কষ্টের মুুক্তি ।।
অসাধারণ