ডেক্স রিপোর্টারঃ জান্নাতুল ফেরদৌস ফেন্সী
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়্যারলেস গেইট এলাকায় বিস্ফোরণের বিকট শব্দের পর তিনতলা একটি ভবন ধসে পড়ে। এসময় আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে পড়ে।সাথে সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।রাজধানীর মগবাজারে বিস্ফোরণ ও ভবন ধসে আহত অন্তত ৪০০ জন ৫ টি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।এ ঘটনায় আহতদের দ্রুততার সহিত কাছাকাছি ঢাকা কমিউনিটি হাসপাতাল, আদ-দ্বীন হাসপাতাল ও হলিফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে।