ডেক্স রিপোর্টারঃ জান্নাতুল ফেরদৌস ফেন্সী।
শেষ খবর রবিবার, ২৭ জুন, ২০২১
দেশে করোনায় একদিনে রেকর্ড ১১৯ জনের মৃত্যু, আক্রান্ত ৫,২৬৮ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব লাগামহীন দিনে দিনে বেড়েই চলেছে…
কিছুতেই লাগাম টানা যাচ্ছে না।শঙ্কিত পুরো দেশবাসী।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ১১৯ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি হলো ১৪ হাজার ১৭২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১.৫৯ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি।
রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তির তথ্য বরাতে জানা যায় যে,
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সারাদেশে দেশে আরও নতুন করে দিতে পারবো ৫ হাজার ২৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।
মানুষ খুব দুঃশ্চিতার মধ্যে তাদের দিন অতিবাহিত করছে,নিম্ন আয়ের মানুষ গুলো আবারও কর্মহীন হবার আশঙ্কা বিরাজ করছে।
উল্লেখ্য, দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।