কলমেঃ জান্নাতুল ফেরদৌস
সেকেন্ড আবেগের পরিমাপ করলে কয়েক ট্রিলয়ন ঘনফুট ওজন হবে,
ছুঁয়ে যদি দাও ট্রিলিয়ন মাইক্রোসিভার্ট বিকিরণ ছড়াবে।
এসোনা আর ফিরে, গিয়েছো চলে দূরে যাও চলে,
একা ফেলে।
বিশাখার মন বারমুডা ট্রায়াঙ্গেল,
ভালোবাসা গিলে খায়।
রহস্যময় ব্ল্যাক হোল।
অকারনে তোমার নাম ধরে ডাকাডাকিতে এই হৃদয় পাড়ায় কেমন ভূকম্পন অনুভূত হয় মাপতে পারতাম যদি রিখটার স্কেলে।তবে বুঝাতেও পারতাম।
আগামীর অনাগত বিজ্ঞানীদের কাছে এই প্রার্থনা করে যেতে চাই,
বিশাখার মনের সীমাবদ্ধতা আবিস্কার করো,এখানকার ভালোবাসা দেবার ব্যাকুলতা,ভালোবাসা পাবার আকুলতা কতো দেখো পরিক্ষা করে,কোন পরীক্ষাগারে,
হে আগামীর বিজ্ঞানী,
কথা দাও মোরে।
তোমাকে বলছি,নিজেকে ভাবো সাগর যদি,
আমি নাহয় হলাম বিশাখা নদী,
ভুলেও ভেবোনা সাগর পানে ছুটবে নদী বিশাখা।
তোমার বিরহে আমি মোম জোছনা গায়ে মাখবো, বারোমাসি বসন্তকে কাছে ডাকবো, ঝিঁ ঝিঁ ডাকা রুপোসী রাত হবো,ভরা পূর্ণিমার চাঁদ হবো,শিশির সিক্ত সুজনি ঘাস হবো,
সখ্যাত পাতাবো বাক-বাকুম কপোতের সনে।
ভালোবাসার অত্যাচারে অতিষ্ঠ করবে সে প্রতি সেকেন্ড ক্ষনে ক্ষনে।
যাও ভালোবাসার মহাসাগর যাও চলে,
ফিরে এসোনা আর বিশাখার কোলে।