কলমে-অনিমা দাস
আমি কবির কবিতা হতে চাই,
কবির হৃদয়ে,কবিতার ছন্দে পেতে চাই ঠাঁই ।
খুব সহজেই ভালোবেসে,
কতোকিছুই না হওয়া যায়,
কিন্তু কবির কবিতা….হবো কি উপায়??
ভালোবেসে হয়েছি বর্ষার মেঘ,জোনাকির আলো,
কখনো হয়েছি রাতের নক্ষত্র,আমাবষ্যার কালো।
কিন্তু বড্ড কঠিন কাজ কবিতা হওয়া,
কবিতার ছন্দে,কবির হৃদয়ে জায়গা পাওয়া!
সহজেই হতে পারি খরস্রোতা নদী,
ঝড়নার গান হবো,সুর-তাল পাই যদি।
কবির কবিতা হবো মনে বড় আশা,
হবো কবির হৃদয়ের অজানা ভালোবাসা।
তার লেখার টানে হবো রূপকথার রাজপরী,
হবো ভোরের আকাশ ,রাতের মাধুরী।
রইলাম অনেক অপেক্ষায় বসে,
হয়তো কোনো এক দিনের শেষে,
কবির কবিতায় পেতে পারি ঠাঁই
মনে বড় আশা,কবিতা হতে চাই।।।
কবি পরিচিতিঃ
নাম -অনিমা দাস
স্বামী-ভরত দাস
বাসস্থান -(ভারতবর্ষ) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে ।জন্মদিন-২৮/১/৯২
পেশা-গৃহবধু
শিক্ষা-মনিন্দ্রনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে অধ্যায়ন।
পছন্দ- কবিতা লেখা,গান শোনা,পরিবারের সকলের সাথে সময় কাটানো।
পুরস্কার -কাব্য কথায় একবার সেরা সম্মান পাওয়া।