কলমেঃ মোঃ মনির
কেবা এমন রাখতে পারে
যেন মহা সুখে,
চার ভাইকে রাখলে তুমি
আগলে ধরে বুকে।
এমন ভালোবাসা তোমার
হয়না তুলনা,
লোক চক্ষুতে আংঙ্গুল দেখিয়ে
এত ভালোবাসতে পারে কজনা।
জান্নাতুল ফেরদৌস
তুমি মহারানী,
তুমি হলে সেই
চার ভাইয়ের নয়ন মনি।
একভাই তোমার নামটি সুমন
থাকে দুবাই তে,
নিত্য সে নেয় তোমার খোঁজ
কাব্য কথা তে।
আরেক ভাই তোমার
নামটি রাসেল আছেন সদায়,
মিলেমিশে থাকে সে যে
দূরে নাহি যায়।
একভাই তোমার রাকিব সর্দার
ছায়া হয়ে থাকে,
তোমার দুঃখ দুর্দশাতে ও
রাখে শান্তনাতে।
আরেক ভাই তোমার
অধম মনির,
থাকে বাড়ির পাশে
তোমার মায়ার ছায়া পেতে থাকে আশাতে।