কাব্য কথা ডেক্স কোরেসপন্ডেন্টঃ জান্নাতুল ফেরদৌস ফেন্সী
আজ রাত পার হওয়া ভোরে কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে আগের দুবারের চ্যাম্পিয়ন চিলির। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৬টায় চিলির মুখোমুখি হবে শিরোপাধারীরা।
কোপা আমেরিকার ২০১৫ ও ২০১৬ সালের ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চিলি। ২০১৯ সালে পেরুকে হারিয়ে শিরোপা উৎসব করে ব্রাজিল। গত আসরের সেমি-ফাইনালিস্ট চিলি এবার ‘এ’ গ্রুপে চতুর্থ হয়ে শেষ আটে পা রাখে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। চিলির সাম্প্রতিক পারফরম্যান্স তেমন ভালো না হলেও তাদের বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলে মনে করেন ব্রাজিলের সহকারি কোচ সাম্পাইয়ো।
গত কোপা আমেরিকায় নেইমার চোটের জন্য খেলতে পারেননি। তাঁকে ছাড়াই সেবার শিরোপা জিতে নেয় ব্রাজিল। এবার তাই ক্ষুধা মেটানোর পালা নেইমারের। কিন্তু এই নেইমারই আবার ভয়ের জায়গা ব্রাজিলের! এবার দলের নাম্বার টেনকে কেন্দ্র করে খেলানোর ঘোষণা দিয়েছেন কোচ তিতে। মাঠেও তা দেখা যাচ্ছে। কিন্তু চতুর্থ ম্যাচেই এ পরিকল্পনার ফাঁক টের পাওয়া গেছে। নেইমারবিহীন ব্রাজিলকে সেদিন প্রথম তিন ম্যাচের সঙ্গে মেলানো যায়নি। নেইমারের একটা বাজে দিনে ব্রাজিল কেমন খেলে, সে শঙ্কা তাই থাকছেই। তা ছাড়া এবার খুব বাজে ফর্মে থাকলেও আর্তুরো ভিদালের চিলি সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বরাবরই বিখ্যাত।