মাঝে মাঝে ফুটবল হয়ে ওঠে জীবনের প্রতিচ্ছবি।
স্পেন-ক্রোয়েশিয়ার লড়াইটা যেমন অভাবনীয় তেমন ভুল, ঘুরে দাঁড়ানো, উত্থান-পতন, হাল না ছাড়া, নাটকীয়তা সবই ছিলো এই ম্যাচে……
রোমাঞ্চকর টান টান উত্তেজনার পূর্ণ ম্যাচের পর স্পেন কোচ লুইস এনরিকে বলছেন, টিম স্পিরিটের ভেলায় চেপে উত্তাল সাগর পার হয়েছে তার দল।
বেশ দাপটের সহতি কোপেনহেগেনে সোমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচটি স্পেন শুরু করে ।
কিন্তু ম্যাচের বয়স ২০ মিনিটে গড়াতে না গড়াতে হতভম্ব হয়ে যেতে হয় তাদের। মাঝমাঠের কাছাকাছি থেকে পেদ্রির ব্যাক পাস নিয়ন্ত্রণে নিতে গিয়ে মুহূর্তের জন্য মনোযোগ হারিয়ে যায় গোলকিপার উনাই সিমোনের। বল তার পা ছুঁয়ে ঢুকে যায় জালে!
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া দল গুছিয়ে নিতে কিছুটা সময় নিলেও সমতায় ফেরে প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে আরও দুই গোলে তারা এগিয়ে যায় সহজ জয়ের পথে। ৮৫ মিনিট থেকে নাটকের নতুন পর্বের শুরু। একটি গোল ফিরিয়ে দেওয়ার পর যোগ করা সময়ে আরেকটি গোলে সমতা ফেরায় ক্রোয়েশিয়া।
অতিরিক্ত সময়ের শুরু দিকেও দুই দফায় গোলের কাছাকাছি যায় ক্রোয়েশিয়া। তারা পারেনি, কিন্তু পেরে যায় স্পেন। দুটি গোল দ্রুত করে আবার এগিয়ে গিয়ে তারা শেষ পর্যন্ত ধরে রাখে ব্যবধান।
ম্যাচ শেয়ে সংবাদ সম্মেলনে কোচ এনরিকে বললেন, আত্মঘাতী গোলরে বড় ধাক্কা সামাল দিতে হয়েছে তাদের।
এনরিকের মতে, টিম স্পিরিট দারুণ ছিল বলেই জিততে পেরেছে তার দল।