কলমেঃ নাসেহা রহমান ফিদা
মা তোমার অপরিসীম গুরুত্ব,
তোমাকে ছাড়া থাকা যায়না একটি মুহূর্ত।
যখন মন খারাপ হয় আমার,
সান্নিধ্য চাই যে তোমার।
যখন মায়ের মন খারাপ থাকে,
আমি থাকতে পারিনা যে সুখে।
মা,তোমাকে প্রতিটা নিঃশ্বাসে স্মরণ করি,
তোমার মাঝে আমাকে প্রতিদিন আবিস্কার করি।
আমার প্রতিটা রক্ত কণায় তোমারি জয়ধ্বনি
মা তুমি যে আমার নয়নের মণি।
তুমি আমার সাত রাজার ধন,
মানিক রতন।
সারাজীবন ভর করতে চাই তোমাকে আদর যতন।
তুমি আমার কাছে আকাশের সাদা চাঁদ তুল্য,
মা তুমি মহিয়সী, মা তুমি রত্নাগর্ভা
তুমি আমার পৃথিবীর সমতুল্য।
তোমার ভালবাসা রাতে চাদের আলো
জ্যোৎস্নার ফুল দিয়ে সাজালে,
আমার জীবনে তুমি সুখ আয়োজনে রাঙালে।
হাজার সোহাগে আদরে জড়িয়ে রাখেন মা।
মা যে আমার রাতজাগা পাখিটা
অচিন পথ গুলো চেনায় যে মা।
মায়ের হাসি যেন পৃথিবীর সব দামী,
তোমাকে খুব ভালোবাসি আমি,
তাই কাজী নজরুল বলেছিলেন,
যেখানেতে দেখি যাহা
মা- এর মতন আহা
একটি কথায় এত সুধা মেশা নাই,
মায়ের মতন এত
আদর সোহাগ সে তো
আর কোনখানে কেহ পাইবে ভাই!
হেরিলে মায়ের মুখ
দূরে যায় সব দুখ,
মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান,
মায়ের শিতল কোলে
সকল যাতনা ভোলে
কত না সোহাগে মাতা বুকটি ভরান।
প্রিয় মা,
প্রথম স্পর্শ তুমি,প্রথম শব্দ তুমি
আমার পৃথিবী তুমি মা।
দুনিয়ার সব কিছু বদলাতে পারে,কিন্তু মায়ের ভালোবাসা কখন বদলায় না।
যার মা আছে সে কখনই গরিব নয়।
আমার একটাই ইচ্ছে,
আমার মা যেন সারা জীবন আমার পাশে থাকে।
মা তুমি আমার জন্য সারা জীবন দোয়া কর।