1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
শিরোনামঃ শিশু শ্রমিক - দৈনিক সপ্তস্বরা
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১১:২০ অপরাহ্ন

শিরোনামঃ শিশু শ্রমিক

Jannatul Abodhi
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

কলমেঃ মজিবুর রহমান

সভ্যতার এই চরম শিখরে
দেখি শিশু শ্রমিকে আছে ভরে
তৃতীয় বিশ্বের মুনাফা বাজার!
অর্থনীতির বিষম বিড়ম্বনায়
কত নিষ্পাপ শিশু হয়ে অসহায়
জীবন বিষাদ সাগরে কাটে সাঁতার!

শৈশবকালের দিয়ে তিলাঞ্জলি
কাঁধে নিয়ে ছেড়াফাটা থলি
বর্জ্যস্তুপে করে খোঁজ ভবিষ্যত!
বসুমতির ভাবীকালের সেপাই
আবর্জনার সমাধির উঠে মাথায়
জীবন পতাকা তোলার করে কসরত!

গরু ছাগল মোষের হয়ে রাখাল
কাটায় কতজনে দুঃখের কাল
শিক্ষা সুখ অবসরকে দিয়ে বলি।
কলকারখানা থেকে মুদির দোকান
অভাগা শিশুদের নেই পরিত্রাণ
রক্ত ঘামের খেলছে কঠিন হোলি!

গৃহস্বামী গিন্নির হয়ে চক্ষুশূল
অবোধ শিশুরা গুনে কী মাশুল
স্নেহ মমতা বোধে হয় অনুভূত !
এমন সভ্যতার কি প্রয়োজন
যথা হয় নিরীহ শিশুর শোষণ
মানবিকতা হয় নিত্য পরাভূত!

কত ভবিতব্য বিজ্ঞানী ডাক্তার
বিশ্বজয়ী খেলোয়াড় ইঞ্জিনিয়ার
ব্যবস্থার চোরাবালিতে করে হাবুডুবু?
চোখ বুজে আছে নিস্পৃহ সমাজ
হারিয়ে সবকিছু পেছন সারিতে আজ
বাজাচ্ছে দিনরাত গাব-গুবা- গুবু।

 

কবি পরিচিতিঃ-

নাম:- মজিবুর রহমান
পিতা:- স্বঃ আইউব আলী
মাতা:- স্বঃ রমিজা বিবি
জন্ম তারিখ:- ২২.১২.১৯৬৬
জন্মস্থান:- সাং পোঃ পলাশবোনা, থানা কোটালপুকুর, জেলা সাহেবগঞ্জ,রাজ্য ঝাড়খণ্ড ( ভারত)
কর্মস্থল:- পূবারুণ, মালদা, পশ্চিমবঙ্গ, ভারত

বাবা আইউব আলী,মাতা রমিজা বিবির চতুর্থ পুত্র (সপ্তম সন্তান)। কবির পড়াশোনার মাধ্যম হিন্দি, ইংরেজি হলেও, মায়ের পরম যত্নে বাল্যকালেই বাংলার অক্ষর জ্ঞান লাভ করেন এবং মায়ের সঙ্গে স্বনামধন্য বাংলা কবিদের কবিতা পাঠ ও চর্চা শুরু করেন। বাংলা ভাষার প্রতি অকৃত্রিম আকর্ষণের বীজ বপন হয়েছিল বাংলা অনুরাগী মায়ের হাত ধরেই।কবি হিন্দি,উর্দু ও ইংরেজি ভাষাতেও সাহিত্য সাধনা করেন।

শিক্ষা জীবন:- ঝাড়খণ্ডের মিল্লাত উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে প্রথম বিভাগে বিদ্যালয়ে সর্বোচ্চ মার্কস সহকারে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সিধু কান্হু দুমকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পাকুড় মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। অতঃপর বারহেট শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় থেকে শিক্ষক প্রশিক্ষণ পান।

পেশা:- সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে পশ্চিম বাংলার মালদা জেলায় এনটিপিসি উচ্চ বিদ্যালয়ে কার্যরত।

পছন্দ:- লেখালেখি

রচনাবলী:- কবির অসংখ্য কবিতা ভারত এবং বাংলাদেশের পত্রপত্রিকায় ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ভারতের বিভিন্ন পত্র-পত্রিকায় কবির লেখা কবিতা ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। এছাড়া কবির একক প্রচেষ্টায় নিজস্ব কাব্য গ্রন্থ”মানবতার তর” ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আরো কয়েকটি কাব্য গ্রন্থ প্রকাশনের অপেক্ষায় আছে। কবিতা,ছড়া ছাড়াও কবি ছোট গল্প, উপন্যাস এবং বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করেন।

পুরস্কার:- বিভিন্ন অনলাইন সাহিত্য সংগঠন ও সাহিত্য পত্রপত্রিকা থেকে অসংখ্য সম্মাননা সনদ ও স্মারক লাভ করেছেন।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি