কবিঃ বি হায়দার
তোরও কি এমনই সাধ হয় ?
জানিস তোকে নিয়ে আমারও সাধ হয়!!
সাধ হয়-দিনে দিনে যা দেইনি তোকে এতদিনে তা দেই।
সাধ হয়-তোর প্রিয় সেই জিনিস আবার তোর কাছ থেকেই নেই।
সাধ হয়-তোকে দেয়া সেই সেদিনের কথাগুলো নতুন করে বলি।
সাধ হয়-সেই দেখা পথে হাটতে গিয়ে তোরই হাত দুটো ধরি।
সাধ হয়-ভুলেভরা সেই ভুলগুলো মেনে শুদ্ধ হয়ে চলি।
সাধ হয়-চিরচেনা সেই মুখখানি তোর শেষবার যেন চিনি।