1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
শিরোনামঃ-সোনা বউ - দৈনিক সপ্তস্বরা
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ-সোনা বউ

Jannatul Abodhi
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

কলমেঃ-মিটু সর্দার

রাগ করে ছাড়লে ঘর
কে করবে আমায় আদর
হয়ে গিয়ে দস্যু ছেলে
ঘুরবো আমি বনে-বাদাড়ে।

কখনো যদি ভেঙে পড়ি
গড়বে আমায় কে
তোমার মতো সোনা বউ
মিলবে কি আর ভবে।

সারা দিনের ক্লান্ত মাথা
যখন করবে তীব্র ব্যথা
নরম তুলতুলে হাতে
তীব্র ব্যথায় কে দিবে যাঁতা।

সোনা বউয়ের সোনার মুখ
হয়ে আছে আঁধার
তুমি ছাড়া আমার তরে
কে আছে গো কাঁদার।

রাত-বিরাতে ফিরলে ঘরে
দরজা খুলবে কে
খাবার টেবিল সাজিয়ে রেখে
প্রতীক্ষায় রবে কে।

তোমার ভাই মস্ত অফিসার
চাকরি করেন পুলিশে
এভাবে রাগ করে চলে গেলে
ডুকাবে আমায় চৌদ্দ শিকে।

সোনার দোল, সোনার নোলক
চায়না আমার সোনা বউ
পেলে ক্ষানিকটা ভালোবাসা
ছেড়ে দিবে বাপের বাড়ি যাবার আশা।

রাগ করে মুখ করলে ভার
আমার ভুবনেশ্বর হয় আঁধার
দেখে হাসি মাখা মুখ
চিত্ত খুঁজে নেয় সুখ।

সোনা বউয়ে দিলে আড়ি
মম জীবন হয়ে যায় মহামারী
শান্তি পাইনা কোথাও গিয়ে
শান্তি যে মোর বউয়ের বুকে।

আত্মাহীন দেহ, নেয় কি ঘরে কেহ
তুমি ছাড়া আমি, এ মন আর হবেনা ঘরমুখী
হতে চাও যদি চিরসুখী, হলেম নাহয় আমি দুখী
যেথায় চাও, সেথায় যাও।

 

কবি পরিচিতিঃ-

নামঃ আকাইদ-উল-ইসলাম,
তবে পরিচিত মিটু সর্দার নামে।

পিতা নুরুল ইসলাম (তৌহিদ মাষ্টার) । ছোটবেলায় একটু ভাবুক, প্রতিবাদী প্রকৃতির ছিলেন। কবি যখন তৃতীয় শ্রেণির ছাত্র তখন মা’কে হারান। কবি পিতামাতার তৃতীয় সন্তান। ১০ নভেম্বর ১৯৮৭ সালে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার গোপীনাথপুর ইউনিয়নের বড়মুড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

শিক্ষা-জীবনঃ লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় (জয়নগড়) এস,এস,সি, কসবা টি.আলী ডিগ্রি কলেজ থেকে এইচ,এস,সি এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে থেকে বিএসএস পাস করেন।

পেশাঃ ডকুমেন্টস কন্ট্রোল, এক্সপারটাইজ কন্ট্রাক্টিং কোম্পানি, সৌদি আরব।

পছন্দঃ বই পড়া ও সাহিত্য চর্চা করা।

রচনাবলীঃ কবির অসংখ্য কবিতা স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। “আলগা করো গো খোঁপার বাঁধন”, ” অনুভবের সব রঙে তুমি”, “কাব্যের উঠোনে শব্দ নাচে”, “রমজান সংকলন” নামে যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং “স্মৃতির পাতা” নামে একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

পুরস্কারঃ বিভিন্ন অনলাইন সাহিত্য সংগঠন ও সাহিত্য পত্রিকা থেকে অসংখ্য সম্মাননা স্মারক পেয়েছেন।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি