কলমেঃ নূপুর আঢ্য
মায়ের কথা যতই বলি
হয় না কিছুই বলা,
শেখায় তিনি আপন হাতে
অভীষ্টে এগিয়ে চলা।
আকাশ সম অসীম তিনি,
সাগর সম বিশাল,
করুণা ধারা রেখে অটুট
হয় সন্তানের ঢাল,
আগলে রাখে আপন বুকে
হারিয়ে আঁধার কাল।
তবুও কেন ওরে অবুঝ
মা’কে আঘাত করিস,
পরের কথায় ভুল বুঝে
তাকেই দূরে রাখিস।
ভুলে গেলি তার অবদান
সেসব দিনের কথা,
যার জন্য দেখছিস আলো
হয়েছে সুউচ্চ মাথা,
হয়েছে নাম,এসেছে মান
আজ সে’কি সব মিথ্যা।
মায়ের মনে আঘাত দিলে
জ্বলবে আগুন বুকে,
নরকেও হবে না জায়গা
হারাবি যে হাসি – মুখে।
কবি পরিচিতিঃ-
নামঃ কবি নূপুর আঢ্য’
ঠিকানা – কর্ণেলগোলা, পোষ্ট -মেদিনীপুর, জেলা – পশ্চিম মেদিনীপুর। পিন – ৭২১১০১
জন্ম – ২৬/০১/১৯৫৮
————————————
কবি নূপুর আঢ্য কম বয়স থেকে কবিতা লিখেন।উনার কবিতা স্কুল কলেজ সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।উনার পিতা পুলক আঢ্য বিশিষ্ট কবি ছিলেন। তাঁর সান্নিধ্যে কবি আঢ্য সাহিত্যের পরিবেশে বড় হয়ে উঠেছে।
বর্তমানে শ্রী আঢ্য প্রায় তিনশত নামিদামি পত্রিকার সাথে যুক্ত এবং নিয়মিত ঐ সব পত্রিকায় উনার কবিতা প্রকাশিত হয় এবং উনার কবিতা সেরা নির্বাচিত হয়েছে , হয় এবং হচ্ছে।
শ্রী নূপুর আঢ্য কয়েকটি সাহিত্য পত্রিকার Admin ও Moderator একই বৃন্তে দুটি কুসুম, কলম সৈনিক সাহিত্য পরিবার, দুই বাংলা কবিতা পরিষদ, ছয়ে ছড়াক্কা, হাইকু।We Like Enviornmet(কৃষি সাহিত্য),বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ,অণুকবিতা।
শ্রী আঢ্য সহজ সরল ভাষায় তার কবিতা সকলের কাছে উপস্থাপন করে,মানুষকে সৃজনে উদ্বুদ্ধ করার চেষ্টা করে।