শুভেচ্ছা তোমায়…….. সরদার রাকিবুল ইসলাম (বনসাই)
আকাশের মতো বিশালতা বুকে নিয়ে, সমুদ্রের মতো উত্তালতা সাথে লয়ে ডুবে ডুবে ঋদ্ধ করেছে সবারে যে ,জীবন চলেছে জীবনের নিয়মে তুমি পৃথিবীর বুকে একটা বিশ্ময়, তোমার জন্ম যেনো জন্মান্তরের বিশাল প্রাপ্তি, সরদার রাকিবুল ইসলাম (বনসাই) এ যেনো সপ্তমাশ্চর্যকেও হার মানায় সে। কাব্য কথা’য় তার উপস্থিতি যেনো মহাকাব্য রচন।
জল ছল মহুর্তের হয়তো এক মুঠো সিক্ততা মুখরিত সময়ে জন্ম তোমার, এমন সন্তানের গর্বিত জননীকে সালাম, সে মা ধন্য এমন সন্তানের জন্মে যেনো সার্থক, পুরো পাড়াময় সুখের উল্লাসে উচ্ছাসিত হয়েছিল তখন, এমনই দিনে তুমি পৃথিবীতে এসেছো তোমায় শুভেচ্ছা শতত। হাজার নদীর অববাহিকায় তোমার খ্যাতি ছড়িয়ে যাক, জগতের জাগতিক সকল সুখ তোমায় অনুসরণ করুক, শুভেচ্ছা তোমায়, অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো, সরদার রাকিবুল ইসলাম ( বনসাই)তোমার জন্যে।
পরিশ্রমী, প্রত্যয়ী, উদ্যোমী সে মানুষটা আমাদের ‘কাব্য কথা’র সব থেকে বড় বিজ্ঞাপন, ‘কাব্য কথা’র হৃৎস্পন্দন, ‘কাব্য কথা’র সকল গৌরবের অনস্বীকার্য অংশীদার প্রিয় সারথি সরদার রাকিবুল ইসলাম (বনসাই)। গ্রুপ এবং পত্রিকায় দৈনিক, সাপ্তাহিক, মাসিক সহ সময়োপযোগী যতগুলো ইভেন্ট চালু রয়েছে সব জায়গাতে সবচেয়ে নিবেদিত মানুষটির নাম সরদার রাকিবুল ইসলাম, আমার বনসাই।
প্রিয় মানুষটির জন্মদিনে অনেক অনেক দোয়া এবং শুভ কামনা। আগামীর প্রতিটা দিন হোক মনের মতো প্রানবন্ত। প্রতিটি প্রহর বয়ে আনুক জীবনে অজস্র মঙ্গল। ঋণী ‘কাব্য কথা’ আরো ঋণী হোক এই মমতায়। বাকিটা সময়ও যেন ‘কাব্য কথা’ থাকে তার প্রিয়-র পরম পরশে এই কামনা।
শুভ জন্মদিন এডমিন, কাব্য কথা – Literature Community.
শুভ জন্মদিন সহ- সম্পাদক, ‘কাব্য কথা’ পত্রিকা।