আজি আনন্দ বয়ে যায় শুভেচ্ছায়-শুভেচ্ছায়, তোমার কাব্য কথা’য়।
উঠোনের শব্দেরা খুশিতে মাতোয়ারা, তোমার আগমনী বেলায়।
যে পথে দিশেহারা আর দশটা পথিক, সেই পথে সে দুর্বার, দুর্দান্ত, সার্থক অজিতা। অমাবস্যার মহাতিমিরের ধূম্রজালেও যার দৃষ্টি সদা তীক্ষ্ণ, নিমিষেই নস্যাৎ গর্হিত নোংরা রাজ্যের গল্প। দিনে দিনে ভেঙে ভেঙে শেষ সব লোভ, হিংসা আর সাহিত্যের নামে রাজনীতি। ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে তার সততা, আত্মসম্মান আর সুবিশাল উদার হৃদয়। আজ দিব্যি আলোকিত তার পথ। তিনি এলেন, আপন করলেন, যত্নে যত্নে গড়ে তুললেন আমাদের সকলের প্রিয় ‘কাব্য কথা’কে। মেধা আর পরিশ্রমে সাজালেন একটু একটু করে। তার ছোঁয়াতে ‘কাব্য কথা’ প্রতি নিয়ত পৌঁছে যাচ্ছে একটার পর একটা নতুনত্বে। তার প্রত্যয়ে আজ ‘কাব্য কথা’ বিশ্বাস করে এখনো বাকি হাজারো মিছিল, এখনো বাকি অজস্র জয়োল্লাস। এই অল্প দিনে তার রঙিন স্বপ্নে ‘কাব্য কথা’র যে সফলতা, ‘কাব্য কথা’র যে অর্জন; কাব্য কথা’র সাফল্যে যেমন আনন্দিত নিখাঁদ সাহিত্য প্রেমী মহল তেমনি ঈর্ষান্বিতও বটে কিছু অসাধু মস্তিষ্ক। তবে, ‘কাব্য কথা’ বিশ্বাস করে সাহিত্য থেকে দূর হবে চাটুকারিতা এবং অনেক ভন্ড সাহিত্য প্রেমীদের মুখোশ হবে উন্মোচন; এবং তা ‘কাব্য কথা’র হাত ধরেই।
পরিশ্রমী, প্রত্যয়ী, উদ্যোমী যে মানুষটার কথা এতো সময় ধরে বলার চেষ্টা করলাম তিনি আমাদের ‘কাব্য কথা’র সব থেকে বড় বিজ্ঞাপন, ‘কাব্য কথা’র হৃৎস্পন্দন, ‘কাব্য কথা’র সকল গৌরবের অনস্বীকার্য অংশীদার প্রিয় লেখিকা জান্নাতুল ফেরদৌস (অবধি)। গ্রুপ এবং পত্রিকায় দৈনিক, সাপ্তাহিক, মাসিক সহ সময়োপযোগী যতগুলো ইভেন্ট চালু রয়েছে সব জায়গাতে সবচেয়ে নিবেদিত মানুষটির নাম জান্নাতুল ফেরদৌস, আমার অবধি।
মাহান সে মা, সার্থক সে কোল —যে আশ্রয়ে তোমার বেড়ে ওঠা। নিশ্চয় সময় ভাগ্যবান, বিজয়ী সে মাহেন্দ্রক্ষণ —যে লগ্নে তোমার আগমন।
প্রিয় মানুষের জন্মদিনে অনেক অনেক দোয়া এবং শুভ কামনা। আগামীর প্রতিটা দিন হোক মনের মতো প্রানবন্ত। প্রতিটি প্রহর বয়ে আনুক জীবনে অজস্র মঙ্গল। ঋণী ‘কাব্য কথা’ আরো ঋণী হোক এই মমতায়। বাকিটা সময়ও যেন ‘কাব্য কথা’ থাকে তার প্রিয়-র পরম পরশে এই কামনা।
শুভ জন্মদিন অ্যাডমিন, কাব্য কথা – Literature Community.
শুভ জন্মদিন নির্বাহী প্রধান, ‘দৈনিক সপ্তস্বরা’ পত্রিকা।
শুভ জন্মদিন বনসাইয়ের বিশাখা🥰