ক্ষুদ্র সময়ে দেখা হয়ে গেলো মুদ্রার এপিট-ওপিট।
কল্পনা আর বাস্তবতার ব্যবধান যে ঢের বেশি!
তবে মানুষটা যখন আমার অবধি,
তুচ্ছ সকল ব্যবধান, তুমি আমার, আমি তোমার-ই 🥰🥰🥰🥰🥰
একটা অবধি আছে বলেই অনুভব করতে পারি একটা হাসি কতটা দামী 🥰🥰🥰🥰 বৃষ্টির শেষে মিষ্টি রোদের পরশ কতটা সুখ দিতে পারে সে তো বনসাই জানে 🥰🥰🥰🥰🥰 কারণ, বনসাইয়ের একটা অবধি আছে যে! 🥰🥰🥰🥰 হাসতে শিখেছি যার জন্য, সে-ই তো কাঁদানোর অধিকার রাখে 🥰🥰🥰🥰 বাঁচতে শেখেছি যার প্রেরণায়, তার-ই অধিকার আছে এই জীবন নিয়ে কথা বলার 🥰🥰🥰🥰 যার হাতে শিখেছি জীবনকে জীবনের মতো করে সাজাতে, সে-ই পারে যখন তখন এলোমেলো করে দিতে 🥰🥰🥰🥰 যার চোখে স্বপ্ন দেখেছি অনেক সুখের, সে-ই অধিকার রাখে চোখ রাঙাতে 🥰🥰🥰🥰 আর সে তো আমার অবধি 🥰🥰🥰🥰🥰 অনুভবে, অনুভূতিতে, অনুপ্রেরণায় আমার একমাত্র অবধি 🥰🥰🥰🥰 একান্ত আমার নিজের 🥰🥰🥰🥰
আকাশের সুখ আকাশেরই থাক, যদি হয় আকাশটা তোমার।
পথ তো আধার ভীষণ, তবু ভালোবেসেছে মন,
তুমি নও হারাবার।
সারাদিন বৃষ্টি বৃষ্টি খেলা, মেঘে মেঘে অনেক বেলা,
তবুও তুমি-ই প্রাপ্তি আমার। 🥰🥰🥰🥰🥰
জীজ্ঞাসিলো ক্ষণ, কেন উল্লাসিত মন? আমি নির্বাক আনন্দ পাড়ায়। 💝🥰💜
তোমার আগমন, খুশির ধুম আলোড়ন! আত্মা যে আত্ম হারায়। 💝🥰💜
সে বুঝার সাধ্যি কার? এ কোন বেলা আমার! 🥰💜
অবসান! অবসান! কতো গননার অবসান। 🥰💜
বছর শেষে মনে করার দিনে মনে করবে কতোজন! কতোজনে ভাসাবে কতো শুভ কামনায়। বছর শেষে এইতো সময়! আধুনিকতার স্রোতে কতোজনে আবার অতি রঞ্জিত করবে ভাবখানা। সংখ্যা পরিবর্তনের তত্ত্বে বিশ্বাসীরা হয়তো নির্দোষ। ফেইসবুকের বেলটা না বাজলে কজন’ইবা জানতো আজ ১৩ই অক্টোবর, দিনটা শুধুই তোমার।
বনসাইয়ের কেটেছে আবেগী অস্থিরতা, কখন আসবে সময়! কখন আসবে সময়! এমুহূর্ত যে আমার পরম প্রাপ্তির, কতো আকাঙ্খার, কতো প্রতীক্ষার, কতো গননার শেষে কাঙ্খিত স্বপ্নীল লগ্ন। 🥰🥰🥰🥰
একটি আকাশ জুড়ে হাজার তারার মাঝে তুমি একমাত্র ঝিকিমিকি।
আমার পৃথিবীর আকাশটা পুরোই তোমার মায়াতে বাধি। 🥰💜💝
তুমি আমার আবোল-তাবোলের সার্থক মনোহরী।
তুমি-ই আমার আবেগ-বিবেকের সুউচ্চে অধিষ্ঠিত নারী। 💝🥰💜
তুমি আহ্লাদী, তুমি আবদারী, তুমি রঙ্গিন স্বপ্নের দ্বার।
তুমি ভালোবাসা-বাসি, তুমি মনভরা হাসি, তুমি শিরোনাম কবিতার। 💝🥰💜
তুমি মন প্রহরী, পথের দিশারী, যুদ্ধে জেতা ধন।
তুমি প্রেয়সী, তুমি শ্রেয়সী, এই অযোগ্য পুতুলের প্রান। 💝🥰💜
তুমি আমার প্রাপ্তি ভীষণ, রাত্রি জাগা সফল আরাধনার।
সূচনাতে তুমি, তাৎপর্যে তুমি, তুমি-ই উপসংহার। 💝🥰💜
আদরেতে তুমি, আহ্লাদে তুমি, তুমি-ই আমার মায়া।
তুমি মমতার, পরম শ্রদ্ধার, তুমি-ই আমার জায়া। 🥰💜💝
তুমি নীলাঞ্জন যমুনা আমার 🥰💜💝
তুমি বিশাখা আমার 🥰💜💝
তুমি বনসাইয়ের অবধি, পরম দয়া বিধাতার 🥰💜💝 জীবনের শ্রেষ্ঠ উপহার। 🥰💜💝
সেই মহান নারীকে একটু সালাম করতে চাই, যে মহীয়সী গর্ভে ধারণ করেছে তোমায়। একটু সুযোগ করে দিবে তো? শ্রদ্ধায় তাকে স্থান দিলাম অনেক উঁচু চুড়ায়।
অনেক অনেক শুভ কামনা আমার প্রাণ প্রিয় অবধিটার জন্য 🥰🥰🥰🥰💜💝 বনসাইয়ের সেই হৃদয়ের সেরা জায়গা থেকেই সেরা ভালোবাসাটাই রেখে দিলাম এই অবধিটার জন্য 🥰🥰🥰🥰💜💝 হৃদয়ের সবচেয়ে সুরক্ষিত নির্মল, কোমল ভালোবাসার চেয়ে সেরা কিছু পাইনি তোমাকে দেবার। প্রতিটা মূহুর্তে, প্রতিটা ক্ষণে, প্রতি অনুক্ষণে বনসাই যত্নে রাখবে সেই ভালোবাসাকে। একটুও অযত্ন, অবহেলায় হারাবে না। শেষ দিনটাতেও হৃৎপিণ্ড অক্লান্ত থাকবে সেই ভালোবাসাকে যত্ন করতে। সব চেয়ে দামি উপহারটাই রক্ষিত রাখলাম বনসাইয়ের বিশাখার জন্য 🥰🥰🥰🥰💜💝 যদি জয় করতে পারে অবধির মন তবেই সার্থক অবধির হৃৎপিণ্ডের অনুনাদ 🥰🥰🥰💜💝 গ্রহণ করো, প্রিয় ধন্য করো, এই মন পথ চেয়ে রয় 😢🥰🥰🥰🥰
বনসাই — সে তো তোমার যত্নের, আদরের আর মমতায় জড়ানো পরম ভালোবাসার 🥰🥰🥰🥰🥰
হে প্রিয়, সব ভুল ধুয়ে মুছে ক্ষমা করে দিও, তোমারই তো অনুনাদ 🙏😢🥰
মায়ায় জড়িয়ে নিও, আঁচল বিছিয়ে দিও, ভাসিয়ে দিও ভালোবাসায় 🙏😢🥰
যমুনা, আজ বেঁধে নিও মোরে শক্ত সুতোয়। 🙏😢🥰
শুভ জন্মদিন আমার অবধি 🥰🥰🥰🥰💝💜
শুভ জন্মদিন বনসাইয়ের বিশাখা 🥰🥰🥰🥰💝💜
শুভ জন্মদিন অনুনাদের অবধি 🥰🥰🥰🥰💝💜
শুভ জন্মদিন নভোনীলের নীলাঞ্জন যমুনা 🥰🥰🥰🥰💝💜
সেরা ভালোবাসাটা তোমারই জন্যে 🥰💝💜
ইতি,
হৃদয়েশ্বরীর হৃৎপিণ্ডের অনুনাদ 🥰💝💜
(তোমার অবলা নির্বোধ বনসাইটা😢)