কলমে – ইলা মজুমদার
আমাদের প্রেম হবেনা শেষ, শোনো নিখিলেশ,
ভেঙ্গে গেছো তুমি ক্যান্সারের সতর্ক থাবায়।
আরো বিধ্বস্ত হয়েছো করোনার বিষাক্ত ছোবলে
খরস্রোতা মুহূর্তের কাছে আমরা ভীষণ অসহায়।
আমাদের গল্প হবেনা শেষ,শোনো নিখিলেশ,
চোখের জলে মনের মাঝে ভিজছে সেই আকাশ।
বিষাদগুঁড়ো ভাসছে আজ জোছনা ভরা আলোয়,
একমুঠো শ্বাসে ভরা থাক আমাদের ক্যানভাস।
আমাদের স্বপ্ন হবেনা শেষ, শোনো নিখিলেশ,
মন খারাপের শূন্যতাকে চোখের জলে মাপি।
আসবো ফিরে স্বপ্ন ভোরে তোমার হাত ছুঁয়ে,
আবারও তোমার ঠোঁটে ফিরবে গানের স্বরলিপি।
আমাদের জীবন হবেনা শেষ, শোনো নিখিলেশ,
অ্যালবাম ছেঁকে রোদমালাকে একটু করে বাঁচাই।
পাখির ডানায় আবার ফিরবে ঝরণার কলরব,
এসো, দুঃখ ভুলে মনের মাঝে নতুন স্বপ্ন সাজাই।
অসাধারণ লিখেছেন কবি মুগ্ধ হলাম খুব
অনবদ্য সৃষ্টি