(উৎসর্গ করলাম কাব্যদি,বনসাই, গুরুদা কে)
কলমেঃরাসেল বিন আবু তালেব
সুখের ঘরে কে এলো রে
ধরনীর বুকে,
সে যে কাব্যদি, কাব্যদি এলো রে।
পৃথিবীতে পেয়েছি যারে,
সে যে আমাদের কাব্যদি
ভোলা তো যাবে না তারে।
হিমেল হাওয়ার পরশে স্নেহের
মায়াতে ডুবসাঁতার দিয়েছি,
মনে তে কাব্যদির জন্য ভালোবাসার
পাহাড় এঁকেছি।
জীবনের গোধূলি বিকেলে
পেয়েছি স্নেহময়ী আপু তোমাকে,
আদর করে কাব্যদি ডাকি তোমাকে।
ভালোবাসার সুখের ঘরে বনসাই, গুরুদা
বসত করে,
খুঁজে পেলাম তোমাদের সুখের ঘরে।
সুখে থাকার আশায় পেয়েছি ভালোবাসার
বন্ধনে গুরুদা তোমাকে খুঁজে,
তোমরা আছো আমার হৃদয়ে সকাল সাজে।
বনসাই তুমি মোদের আদরের ঢাকঢোল সানাই,
তোমাতেই মোদের বন্ধনের রংয়ে নিজেদের কে
রাঙাই।
অসাধারণ একটা কবিতা প্রিয় কবি ভাই
ধন্যবাদ গুরুদা