সুখবর!!! সুখবর!!! সুখবর!!
স্পেশাল লাইভ অনুষ্ঠান “কাব্য চন্দ্রিমা” আসছে ‘কাব্য কথা – Literature Community’ ফেইসবুক গ্রুপে। যে অনুষ্ঠানটি সাজানো হবে আপনাদের লেখা কবিতাগুলো নিয়ে, সে সকল কবিতাগুলো নির্বাচন করবেন ‘কাব্য কথা’র অভিজ্ঞ এবং মেধাবী পরিচালিক/পরিচালিকা বৃন্দ।
অনুষ্ঠানটি দেখবেন,
আগামীকাল বৃহস্পতিবার।
তারিখঃ- ২৯-০৯-২০২২ ইং
বাংলাদেশ সময়: রাত ৮ঃ০০ মিনিটে।
ভারতীয় সময়: সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে।
উপস্থাপনায়ঃ- অর্পিতা বোস
—পরিচালিকা & লাইভ স্পেশালিষ্ট, কাব্য কথা।
পরিচালনায়ঃ- সুনির্মল ঘোষ
—সিনিয়র পরিচালক & লাইভ তত্বাবধায়ক, কাব্য কথা গ্রুপ ও ‘দৈনিক সপ্তস্বরা’ পত্রিকা।
#বিঃদ্রঃ :- প্রতি মাসেই ৩- ৬টি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে “কাব্য কথা – Literature Community” আপনাদের লেখা কবিতাগুলোকে উন্নত পাঠের মাধ্যমে সব থেকে সেরা রূপদানের সর্বোচ্চ চেষ্টা করবে।
সুতারং, বৃহস্পতিবার রাত ৮টায় (বাংলাদেশ সময়) এবং ০৭ঃ৩০ মিনিটে (ভারতীয় সময়) লাইভে যুক্ত হতে ভুলবেন না।
আর হ্যাঁ, নিঃসংকোচে প্রতিনিয়ত আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে ‘কাব্য কথা’ পরিবারে আপনার সহযোগিতা অব্যাহত রাখুন। মনে রাখবেন, আপনার মতামতের উপর ‘কাব্য কথা’ সবসময় শ্রদ্ধাশীল।
সাহিত্য তৃষ্ণা মেটাতে এবং জানা অজানা তথ্য দ্বারা জ্ঞানকে সম্মৃদ্ধ করতে অবসরে ভিজিট করুন ‘দৈনিক সপ্তস্বরা’ পত্রিকা। সেই সাথে সমসাময়িক সংবাদ তো থাকছেই।
ওয়েবসাইটঃ- www.swaptasora.com
ই-মেইলঃ- swaptasora@gmail.com
দৈনিক সপ্তস্বরা || অবিচল সত্য-সমাচার-সাহিত্যে।
শুভেচ্ছান্তে,
‘দৈনিক সপ্তস্বরা’ ওয়েব পত্রিকা &
“কাব্য কথা – Literature Community” -কর্তৃপক্ষ।