আমাদের সবার সঙ্গে আর কিছু থাকুক আর না থাকুক স্মার্টফোন ঠিকই থাকে। তাই যে কোনো দরকারি কাগজপত্র ফোনে স্ক্যান করে রাখা যায়।
undefined
যখন তখন যেখানেই দরকার হোন না কেন কাগজ আনতে বাড়িতে ফিরে যেতে হবে না। খুব সহজেই ডকুমেন্ট স্ক্যান করে ফোনেই স্টোর করে রাখতে পারবেন যে কেউ। ফোনে ডকুমেন্ট স্ক্যান করার দুটি উপায় রয়েছে। একটি হলো গুগল ড্রাইভের মাধ্যমে, অন্যটি হচ্ছে থার্ড পার্টি কোনো অ্যাপের মাধ্যমে। আজ আমরা গুগল ড্রাইভ থেকে ডকুমেন্ট স্ক্যান করার উপায় জানবো-