কবি ও সাহিত্যিক সুনির্মল ঘোষ — ছোট পরিধির নাম হলেও এই নামের খ্যাতি এবং ব্যাপ্তি বিশাল। আর যদি আসে কাব্য কথা’র প্রসঙ্গ, তবে এই নামটির রয়েছে অনস্বীকার্য অবদান। সুনির্মল ঘোষ— নামটির পিছনে জড়িয়ে আছে কাব্য কথা’র বৃহৎ সাফল্য, কাব্য কথা’র বৃহৎ পরিকল্পনা।
কাব্য কথা’র সাথে ওতপ্রতভাবে জড়িত থেকে সময়ের পরিচিত নাম কবি ও সাহিত্যিক সুনির্মল ঘোষ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেক্টরে কাব্য কথা’র হয়ে নিরলস অবদান রেখে চলেছেন। তিনি একাধারে কাব্য কথা’র উপদেষ্টা, সিনিয়র পরিচালক, লাইভ তত্ত্বাবধায়ক এবং বার্তা সম্পাদক —’দৈনিক সপ্তস্বরা’ ওয়েব পত্রিকা।
ইউনিক লাইভ পরিকল্পনা দিয়ে তিনি জয় করেছেন হাজারো দর্শকের মন। যার প্রমাণ ‘কাব্য কথা’র লাইভ মানেই সকল কবি ও সাহিত্যিকদের বাড়তি উদ্দীপনা, বাড়তি আগ্রহ আর বিপুল জনপ্রিয়তা। এছাড়াও বিভিন্ন লেখার উপর সুনির্মল ঘোষের অবতরণিকা মানেই এক অন্য মাত্রা।
আজ কবি ও সাহিত্যিক সুনির্মল ঘোষের জন্ম দিবস। অনেক অনেক শুভ কামনা এবং অভিনন্দন জানাই। জন্মদিনে সুস্থ ও পূণ্যের দীর্ঘায়ু কামনা করছি। শুভ হোক আগামীর পথচলা।
শুভ জন্মদিন কবি ও সাহিত্যিক— সুনির্মল ঘোষ,
— উপদেষ্টা, সিনিয়র পরিচালক, লাইভ তত্ত্বাবধায়ক, ‘কাব্য কথা’
— বার্তা সম্পাদক, ‘দৈনিক সপ্তস্বরা’
শুভেচ্ছান্তে,
‘দৈনিক সপ্তস্বরা’ ওয়েব পত্রিকা &
‘কাব্য কথা – Literature Community.’ — কর্তৃপক্ষ।