ম্যানইউর সঙ্গে রোনালদোর চুক্তি শেষ হয়েছে বিশ্বকাপের আগেই। আপাতত কোনো ক্লাবের সঙ্গে নেই ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। যদিও বিশ্বকাপের পর জানুয়ারির দলবদলে নতুন ক্লাবে যোগ দিতে কোনো বাধা নেই।
বিশ্বকাপের পর তাকে দলে পেতে ইতোমধ্যে ২৩৪ মিলিয়ন ডলার প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাব আল-নাসর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪০০ কোটি। শুক্রবার (২৫ নভেম্বর) আরব নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তিন বছরের চুক্তিতে রোনালদোকে দলে ভেড়াতে চায় সৌদি আরবের ক্লাব আল-নাসর। যেখানে প্রতি মৌসুমের জন্য তাকে ৭৫ মিলিয়ন ইউরো প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৭৯৩ কোটি টাকার বেশি। রোনালদোর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। তবে জানা গেছে, প্রস্তাবের বিষয়ে এখনো পর্তুগিজ তারকার প্রতিনিধির সঙ্গে আলোচনা করে যাচ্ছে ক্লাব। বিশ্বকাপ শেষেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।